ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে নাদাল
ইতিহাস গড়ার লক্ষ্যে ধাপে ধাপে এগিয়ে চলছেন টেনিসের অন্যতম তারকা রাফায়েল নাদাল। পুরুষ এককে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড নিজের করে নেওয়ার মিশনে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেছেন এই স্প্যানিশ তারকা। শেষ আটের লড়াইয়ে আর্জেন্টিনার দিয়েগো শয়ার্টসমানকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছেন নাদাল।
গতকাল বুধবার রোলাঁ গাঁরোয় শেষ আটে লড়াইয়ে আর্জেন্টাইন তারকাকে ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-০ গেমে হারান নাদাল। প্রথম সেটে জয়ের পর দ্বিতীয় সেটে হেরে বসেন নাদাল। এ বছরে এই প্রথম কোনো সেটে হেরেছেন নাদাল। তবে শেষ দুই সেটে কোনো অঘটন হয়নি। ঘুরে দাঁড়িয়ে পরের জয় নিয়ে শেষ চার নিশ্চিত করেন এই তারকা খেলোয়াড়।
গত বছর এই প্রতিযোগিতার শিরোপা জিতে রজার ফেদেরারের সর্বাধিক (২০) গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে ভাগ বসান নাদাল। এবার সেই রেকর্ড ভেঙে নিজেকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন এই স্প্যানিশ তারকা। এ ছাড়া ফরাসি ওপেনে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডও মজবুত করতে এগিয়ে যাচ্ছেন তিনি।
তবে নাদালের পথের কাটা হয়ে দাঁড়াতে পারেন টেনিসের আরেক তারকা নোভাক জকোভিচ। কারণ সেমিফাইনালে লড়বেন টেনিসের এই অন্যতম দুই তারকা। আজ দিনের আরেক ম্যাচে বেররেত্তিনিকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন নাদাল।