বঙ্গবন্ধু অ্যাথলেটিকস কাল শুরু
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা। পুরুষ বিভাগে ২২ ও নারী বিভাগে ১৪টিসহ মোট ৩৬টি ইভেন্টে ৪৫০ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন প্রতিযোগিতায়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তিন দিনের প্রতিযোগিতায় দেশের ৬৪ জেলার আটটি বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, বিকেএসপি, বিজেএমসি, সামরিক ও বেসামরিক সংস্থার অ্যাথলেটরা অংশ নেবেন।
প্রথম দিনেই পুরুষ ও নারী বিভাগের ১০০ মিটার স্প্রিন্ট অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু। প্রথমবারের মতো অ্যাথলেটদের দেওয়া হচ্ছে আর্থিক পুরস্কার। প্রতিটি ইভেন্টে স্বর্ণ জয়ীদের তিন হাজার, রুপা জয়ীদের দুই হাজার এবং ব্রোঞ্জজয়ীদের এক হাজার টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হবে। নতুন রেকর্ড গড়া অ্যাথলেটরা পাবেন পাঁচ হাজার টাকা করে।
প্রতিযোগিতায় অংশ নেওয়ার ৭২ ঘণ্টা আগে কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ রিপোর্ট আনতে বলা হয়েছে অ্যাথলেট ও কর্মকর্তাদের।