অ্যাথলেটিকসে নতুন রেকর্ড
বঙ্গবন্ধু জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার দ্বিতীয় দিনে তিন হাজার মিটার দৌঁড়ে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর রিংকি বিশ্বাস।
১০:৪৩.৩০ মিনিট সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন বাংলাদেশ নৌবাহিনীর রিংকি বিশ্বাস। এই ইভেন্টে ২০০৩ সালে হালিমা খানম বিথি ১১:০৮.১৫ মিনিট সময় নিয়ে রেকর্ড গড়েছিলেন। এবার তাঁর রেকর্ড ভেঙেছেন রিংকি।
আজ শনিবার দ্বিতীয় দিনে ১১টিসহ দুই দিনে মোট ২৩ ইভেন্ট শেষ হয়েছে। ১২টি স্বর্ণ, আটটি রুপা ও নয়টি ব্রোঞ্জসহ মোট ২৯টি পদক নিয়ে তালিকার শীর্ষে আছে বাংলাদেশ নৌবাহিনী। নয়টি স্বর্ণ, ১৪টি রুপা ও ছয়টি ব্রোঞ্জসহ মোট ২৯টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ সেনাবাহিনী। আর একটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জসহ মোট দুটি পদক নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ আনসার।
আগামীকাল বিকেল সাড়ে ৪টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার সমাপনী ঘোষণা করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।