বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রেসবক্স হবে বাদল রায়ের নামে
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্সের নামকরণ হবে সাবেক তারকা ফুটবলার ও সংগঠক বাদল রায়ের নামে। আজ বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এই ঘোষণা দেন।
এ ব্যাপারে জাহিদ আহসান রাসেল বলেন, ‘বাদল রায় দেশের ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব। খেলা ছাড়ার পর তিনি ক্রীড়াঙ্গনে আন্তরিকতার কাজ করেছেন। এই অবদানের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্সের নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা ছাড়া বাদল রায়ের সঙ্গে সাংবাদিকদের অনেক সখ্যতা ছিল। সবকিছু বিবেচনায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এর জন্য আমরা কয়েকজনের মতামত নিয়েছি।’
এদিকে প্রয়াত ফুটবলার বাদল রায়সহ বেশ কয়েকজন ক্রীড়াবিদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থ ও ফ্ল্যাট বরাদ্দ দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সংশ্লিষ্টদের পরিবারের কাছে চেক ও ফ্ল্যাটের বরাদ্দপত্র তুলে দেন।
বাদল রায়ের পরিবারকে ২৫ লাখ টাকা ও একটি ফ্ল্যাট বরাদ্দ দেন প্রধানমন্ত্রী। বাদল রায়ের স্ত্রী মাধুরী রায়ের হাতে তা তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
এদিকে ক্রীড়া সংগঠক সাব্বির হোসেনকে ৫ লাখ, সাবেক ফুটবলার শহিদ উদ্দিন সেলিমকে ১০ লাখ, সুভাস সাহাকে ৩০ লাখ, তন্দ্রিমা শিকদারকে ১০ লাখ, সাইফুল ইসলাম ভোলাকে ৫ লাখ, আকরাম হোসেন সরকারকে ১০ লাখ ও আমিনুল ইসলাম সবুজকে ২৫ লাখ টাকার সমপরিমাণ সঞ্চয়পত্র দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া) মোশাররফ হোসেন মোল্লা, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম এবং মন্ত্রণালয় ও বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।