বাংলাদেশের বিপক্ষে খ্যাপাটে উদযাপন করায় লঙ্কান ক্রিকেটারের শাস্তি
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার দেখেছে লাল-সবুজের দল। এই হারের জন্য মূলত বাংলাদেশের ব্যাটিং দায়ী। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে এক সোবহানা মুস্তারিন ছাড়া বাকিরা কমবেশি ব্যর্থ ছিলেন। লড়াই করা মুস্তারিনকেই আউট করে খ্যাপাটে উদযাপনে মাতেন লঙ্কান ক্রিকেটার আনুশকা সাঞ্জিবানি। এমন উদযাপনের জন্য শাস্তি পেলেন শ্রীলঙ্কার এই নারী ক্রিকেটার।
গত রোববার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিশ্বকাপের এক নম্বর গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে সাত উইকেটে হেরেছে বাংলাদেশ। ম্যাচটিতে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩২ বলে ২৯ রান করেন মুস্তারিন। দশম ওভারে তাকে বোল্ড করেন চামারি আতাপাত্তু। এরপরই উইকেটের পেছন থেকে উদযাপন করতে করতে ব্যাটারের দিকে আক্রমণাত্মকভাবে ছুটে যান সাঞ্জিবানি।
যা আইসিসির নিয়মের বাইরে। নিয়ম অনুসারে এটি মাত্রাতিরিক্ত ও আচরণবিধি লঙ্ঘন। এই কারণে সাঞ্জিবানিকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। একই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
ম্যাচ রেফারি জেএস লক্ষ্মীর কাছে নিজের ভুল স্বীকার করে নেন সাঞ্জিবানি। এতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।