অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
নেপালকে হারিয়ে মালয়েশিয়ায় আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আশা জাগিয়ে হারায় তৃতীয় ম্যাচটা বাংলাদেশের জন্য ছিল বাঁচা-মরার। সেই ম্যাচে স্কটল্যান্ডকে হতাশায় ডুবিয়ে সুপার সিক্স নিশ্চিত করল লাল-সবুজের প্রতিনিধিরা। সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা খেলবে এক নম্বর গ্রুপে। সেখানে খেলতে হবে দুটি ম্যাচ।
আজ বুধবার (২২ জানুয়ারি) ইউকেএম ক্রিকেট ওভাল মাঠে টস জিতে সুমাইয়া আক্তারের দলকে ব্যাটে পাঠান স্কটিশ অধিনায়ক নিয়াম মুইর। নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা ১২১ রান করে। জবাবে ৮ উইকেটে ১০৩ রানে থামে স্কটিশরা। ১৮ রানের জয়ে সুপার সিক্স নিশ্চিত করল বাংলাদেশ।
এদিকে, বুধবার সকালেই দেশের নারী ক্রিকেটে এলো দুটি জয়। সকালেই বাংলাদেশে নারী ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হারিয়েছে। এবার অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারাল বাংলাদেশ।
১২২ রানের লক্ষ্য ব্যাটিং করতে নেমে প্রথম ৪ ওভারে বিনা উইকেটে ১৯ রান তুলে ফেলে স্কটল্যান্ড। তবে ইনিংসের পঞ্চম ওভারে স্কটল্যান্ড হারায় ২ উইকেট। ওপেনার ইমা ওয়ালসিংহামকে আউট করেন আনিসা আক্তার, পিপা কেলি হন রানআউট।
এমন পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন পিপা স্প্রাউল ও নিয়াম মুইর। গড়েন ৫০ রানের জুটি। হাবিবা ইসলামের বলে নিয়াম ২২ রান করে ফেরেন। এই জুটি ভাঙার পর জয়ের সুযোগই তৈরি করতে পারেনি দলটি। শেষমেশ ২০ ওভারে ৮ উইকেটে ১০৩ রানে থামে দলটি।
এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। স্কোরবোর্ডে রান তোলার আগেই সুমাইয়া আক্তার সুবর্ণার উইকেট হারায় তারা। তারপর আরেক ওপেনার ফাহমিদা ছোঁয়ার সঙ্গে ২৬ রানের জুটি গড়েন উইকেটরক্ষক ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস। ১৪ রানে রানআউট হয়ে ফিরে যান ফাহমিদাও।
জুয়াইরিয়াও বেশীক্ষণ উইকেটে থাকতে পারেননি। তার ব্যাটে আসে ২০ রান। এই আসরে ফর্মে থাকা সাদিয়া ইসলাম এ দিন ফিরে যান মাত্র ছয় রান করেই। স্কোরবোর্ডে ৫০ রান তুলতেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। এমন বিপর্যয় থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন অধিনায়ক সুমাইয়া ও আফিয়া আশিমা।
আফিয়া করেন ১৯ বলে ২১ রান, সুমাইয়ার ব্যাটে আসে ৩৬ বলে অপরাজিত ২৯ রানের ইনিংস। এই দুজনের ৩৮ রানের জুটিতেই ১২০ রানের গণ্ডি পার হয় বাংলাদেশ। স্কটল্যান্ডের হয়ে নায়মা শেখ ও মাইসি মেসিরা নেন দুটি করে উইকেট। গ্যাব্রিয়েলা ফন্টেনলা, অ্যামি বাল্ডি ও কার্স্টি ম্যাককল নেন একটি করে উইকেট।