বাংলাদেশে সাফল্যে আশাবাদী শ্রীলঙ্কা
রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সঙ্গে লড়াই করছে শ্রীলঙ্কা। এরই মধ্যে বাংলাদেশ সফরে এসেছে লঙ্কান জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে খেলবে দুটি টেস্ট। এই সিরিজে সাফল্য আশাবাদী দলটির সহকারী কোচ নাভিদ নওয়াজ। বাংলাদেশ থেকে সাফল্য নিয়ে ফিরে সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে তুলতে আশাবাদী তিনি।
এ ব্যাপারে নাভিদ নওয়াজ বলেন, ‘অধিকাংশ ক্রিকেটার কঠোর পরিশ্রম করছে। এই সিরিজকে সামনে রেখে কয়েক মাস ধরে প্রস্তুতি চলছে। আপনি এই মুহূর্তে (শ্রীলঙ্কায়) অনেক ইতিবাচক দিক দেখতে পাচ্ছেন না। তবে এখান থেকে ইতিবাচক ফল নিয়ে ফিরে আমরা দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে চাই।’
লঙ্কান এই কোচ আরও বলেন, ‘আমাদের বোলিং বিভাগে অভিজ্ঞতার কিছু ঘাটতি রয়েছে। তবে ব্যাটিং বিভাগে অভিজ্ঞ কিছু খেলোয়াড় রয়েছে। বাংলাদেশ দলে রয়েছে কিছু তরুণ খেলোয়াড়। দুই দল সমানভাবে প্রস্তুত। সিরিজটি কঠিন হবে।’
শ্রীরঙ্কার কন্ডিশন নিয়ে লঙ্কান কোচ বলেন, ‘আমরা চট্টগ্রামের কন্ডিশন ও পিচের সঙ্গে যতটা সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করব। এই ভেন্যুতে সবসময় অনেক রান হয়। তাই আমরা ভালো কিছু আশা করি।’
বাংলাদেশে চাকরি ছেড়ে সম্প্রতি শ্রীলঙ্কা দলে যোগ দেওয়া নওয়াজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় মাহমুদুল হাসান এবং শরিফুল ইসলামকে তৈরি করতে বড় ভূমিকা রেখেছেন।
এ ব্যাপারে তিনি বলেন, ‘তারা যেকোনো পরিস্থিতি সামলাতে যথেষ্ট দক্ষ। ভবিষ্যতে তারা দেশকে অনেক সাফল্য এনে দেবে বলে আমার বিশ্বাস। আমি মনে করি তারা সত্যিই ভালো খেলোয়াড়। একদিন তারা বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি হবে। তারা অনেক ভালো।’