বাংলাদেশ বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়লেন উইলিয়ামসন
আগামী বছর জানুয়ারিতে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই সিরিজে খেলতে পারছেন না নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ইনজুরির কারণে ২ মাস মাঠের বাইরে থাকতে হচ্ছে তাঁকে।
ক্রিকবাজের খবরে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের দ্বিতীয় পর্বে ইনুজরিতে পড়েন উইলিয়ামসন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও একবার ইনজুরিতে পড়েছিলেন তিনি। এই ইনজুরি নিয়েই ভারতের বিপক্ষে কানপুরে সিরিজের প্রথম টেস্টে খেলেছিলেন তিনি। কিন্তু মুম্বাইতে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি।
পরীক্ষা-নিরিক্ষার পর দলের ফিজিও জানান, এই ইনজুরির কারণে বিশ্রামে থাকতে হবে উইলিয়ামসনকে। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেন, ‘এখনই অস্ত্রোপচারের কোনো প্রয়োজন নেই, তাকে বিশ্রামে থাকতে হবে অন্তত দুই মাস।’
শুধু বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজই নয়, জানুয়ারির শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না উইলিয়ামসন। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবার মাঠে ফিরবেন উইলিয়ামসন, এমনটাই প্রত্যাশা নিউজিল্যান্ডের।