বাদল রায়ের মৃত্যুতে এনটিভি চেয়ারম্যানের শোক
সাবেক তারকা ফুটবলার বাদল রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি এবং এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। তিনি বাদল রায়ের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বাদল রায়ের মৃত্যুতে মোহামেডান ক্লাবও গভীর শোক প্রকাশ করেছে। তাঁর সম্মানে মোহামেডান ক্লাবের পতাকা তিন দিন অর্ধনমিত থাকবে।
আজ রোববার রাজধানীর একটি হাসপাতালে বাদল রায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
গত ৫ নভেম্বর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল বাদল রায়কে। অবস্থার অবনতি হলে পরে নিয়ে যাওয়া হয় স্কয়ার হাসপাতালে। সেখানেই তাঁর ক্যানসার ধরা পড়ে। পরে নিয়ে যাওয়া হয় বাংলাদেশ মেডিকেলে, সেখানেই আজ মারা যান তিনি।
এর আগে ২০১৭ সালে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অনেকদিন হাসপাতালে থাকতে হয়েছিল বাদল রায়কে। পরে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর পর সুস্থ হয়ে দেশে ফেরেন মোহামেডানের এই কিংবদন্তি ফুটবলার।
৮০-এর দশকে ঢাকার ফুটবলে অনেক বড় তারকা ছিলেন বাদল রায়। জাতীয় দল ও মোহামেডানকে অনেক সাফল্য এনে দিয়েছেন তিনি। মোহামেডানের ম্যানেজারও ছিলেন তিনি।
শুধু খেলোয়াড় হিসেবেই নয় কর্মকর্তা হিসেবেও যথেষ্ট সফল ছিলেন বাদল রায়। তিন মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ছিলেন। এর আগেও বিভিন্ন দায়িত্বে ছিলেন সাবেক এই তারকা ফুটবলার।
রাজনীতির মাঠেও সক্রিয় ছিলেন বাদল রায়। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই সাবেক ফুটবলার ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লার দাউদকান্দি থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন। যদিও তখন হেরে গিয়েছিলেন।