বাবর আজমকে প্রশংসায় ভাসালেন মিয়াঁদাদ
সাম্প্রতিক সময়টা বেশ ভালো কাটছে পাকিস্তানি ব্যাটার বাবর আজমের। আইসিসির ওয়ানডে এবং টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন তিনি। অবশ্য টেস্ট র্যাঙ্কিংয়ে ৪ নম্বরে আছেন। একজন খেলোয়াড় হিসেবে সব ফরম্যাটেই এক নম্বর হওয়া স্বপ্ন তাঁর।
আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে বাবর বলেন, ‘আপনি যদি তিন ফরম্যাটেই এক নম্বর হতে চান, তাহলে আপনাকে ফিট থাকতে হবে। আমি এর জন্য প্রস্তুতি নিচ্ছি। সাদা বলে ভালো কিছু করতে পারছি, আশা করছি টেস্টেও আমি ভালো করতে পারব।’
বাবর যদিও আইসিসির কোনো ইভেন্ট জিততে পারেননি। তাঁর নেতৃত্বে পাকিস্তান ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল। অলরাউন্ডার শাদাব খান এবং সরফরাজ আহমেদ তারাও এই দলে ছিলেন। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন তারা।
শাদাব খান বলেন, ‘সরফরাজ দারুণ অধিনায়ক ছিলেন। আর বাবর আজম তার আবেগকে খুব বেশি গুরুত্ব দেন না, শান্ত থাকেন। বাবর তার অধিনায়কত্বের শুরুতে চাপে পড়েছিলেন। তিনি এখন ভালোভাবে স্থির হয়েছেন।’
সম্প্রতি পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘বর্তমান দলটি টিম ইউনিট হিসাবে খেলছে। এই কৃতিত্ব খেলোয়াড়দের পাশাপাশি, অধিনায়ককেও দিতে হবে। বাবর বেশ শান্ত। তিনি মেজাজ হারান না, দুর্দান্তভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন।’
বর্তমান অধিনায়ক সম্পর্কে সাবেক এই তারকা আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে নিজেই দুর্দান্ত পারফর্ম করছে। সামনে থেকে নেতৃত্ব দেয়। একজন অধিনায়ক যদি পারফর্ম না করেন, তবে এটি দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাবর এখন পরিপক্ক।’
এদিকে মিয়াঁদাদ ১২৪ টেস্ট এবং ২৩৩ ওয়ানডেতে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন।