বার্তা দিয়েও আর ফিরতে পারলেন না ওয়ার্ন
বেশি না, ঠিক ৪ দিন আগে নিজের সোশ্যাল মিডিয়ায় ফিট হয়ে ফেরার বার্তা দিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। সেই ওয়ার্নই এখন পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। আজ শুক্রবার থাইল্যান্ডের কোহ সামুইতে নিজের ভিলায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ওয়ার্ন।
অথচ মৃত্যুর কদিন আগেই টুইট বার্তায় পুরনো রূপে ফেরার বার্তা দিয়েছিলেন তিনি। গত ২৮ ফেব্রুয়ারি পোস্টটি দেন ওয়ার্ন। কয়েক বছর আগের একটি ছবি জুড়ে দিয়ে তাতে লিখেছেন, ‘মেদ ঝরানোর মিশন মাত্রই শুরু হলো (১০ দিন হয়েছে)। লক্ষ্য হচ্ছে জুলাইয়ের মধ্যে কয়েক বছর আগের এই অবস্থায় ফিরে যাওয়া। দেখা যাক!’
ফিট হয়ে ফেরার আগেই ওয়ার্ন পাড়ি জমালেন না ফেরার দেশে। মাত্র ৫২ বছর বয়সে মারা গেছেন এই অসি তারকা। ফক্স ক্রিকেট জানিয়েছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে একেবারে সর্বোচ্চ সারিতে শেন ওয়ার্নের নাম রয়েছে। ১৪৫টি টেস্ট ৭০৮ উইকেট নেওয়া ওয়ার্ন, লাল বলের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ১৯৪টি ওয়ানেডেতে ২৯৩ উইকেটও রয়েছে তাঁর।
১৯৯৯ সালের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন শেন ওয়ার্ন। ওই বিশ্বকাপের ফাইনালে ম্যাচসেরাও হয়েছিলেন তিনি।
সম্প্রতি অ্যাসেজেও তাঁকে ধারাভাষ্য দিতে দেখা গেছে। ওয়ার্নের আকস্মিক এই মৃত্যুতে বড় ধাক্কা খেয়েছে ক্রিকেট দুনিয়া।