বিশ্বকাপ চলাকালীন প্রদর্শিত হবে ম্যারাডোনার 'হ্যান্ড অব গড' জার্সি
১৯৮৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন দিয়েগো ম্যারাডোনা। ‘হ্যান্ড অব গড’- এর কল্যাণে সেবার বেশ আলোচিত-সমালোচিত হয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। ইংল্যান্ডের বিপক্ষে সে ম্যাচে যে জার্সি পরেছিলেন, তা কাতার বিশ্বকাপে প্রদর্শন করা হবে।
আজ শনিবার একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন জার্সিটি রেকর্ড মূল্যে বিক্রি হয়। একজন গোপন ক্রেতা ৯.৩ মিলিয়নে ডলারে কিনেছেন জার্সিটি।
জার্সির নতুন মালিকের নাম জানা যায়নি। নিলামের কয়েক সপ্তাহ পরে তা জানা যায়।
কাতার মিউজিয়ামের প্রধান এবং দেশটির রাজ পরিবারের সদস্য শেখ আল মায়াসা বিনতে হামাদ বিন খলিফা আল থানি বলেছেন, তিনি একটি বিশেষ প্রদর্শনীর জন্য জার্সিটি আনতে পেরে উচ্ছ্বসিত। এএফপিকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
ম্যারাডোনা ১৯৮৬ সালে মেক্সিকো সিটির অ্যাজটেক স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে জয়ে দুটি গোল করেছিলেন।
ম্যাচটি ফুটবল ইতিহাসে সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে ম্যারাডোনার কল্যাণে। এই কিংবদন্তি ৬০ বছর বয়সে ২০২০ সালের নভেম্বরে হার্ট অ্যাটাক করে মারা গেছেন।
১০ নম্বর জার্সি পরা ম্যারাডোনা প্রথম গোলের জন্য ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের পাশ দিয়ে বলটি ঘুষি মারেন। পরে বলেছিলেন এটি ‘হ্যান্ড অব গড’।
ম্যারাডোনা পাঁচজন ইংলিশ ডিফেন্ডার এবং শিল্টনকে পেছনে ফেলে এই গোলটি করেন।
খেলা শেষে ইংলিশ ফুটবলার হজ ম্যারাডোনার সাথে জার্সিটি বদল করেছিলেন। জার্সিটি ২০ বছরের জন্য ম্যানচেস্টারের একটি জাদুঘরকে ধার দিয়েছিলেন এবং এটি বিক্রির জন্য রেখেছিলেন। একজন বেনামী ক্রেতা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনসহ আরও ছয়জন দরদাতাকে পেছনে ফেলে জার্সিটি কিনেছিলেন।
ম্যারাডোনার জার্সি প্রদর্শনীতে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের ফাইনালে ব্যবহৃত একটি বল প্রদর্শিত হবে।