ভারতীয় তরুণ গলফারের মহৎ কাজ
করোনার কারণে সব খেলাধুলা বন্ধ। অবশ্য এই কঠিন পরিস্থিতিতে চুপ করে বসে নেই সারা বিশ্বের ক্রীড়াবিদরা। নিজেদের সামর্থ্যে সেরাটা দিয়ে অনেকেই চেষ্টা করছেন মানুষের পাশে দাঁড়াতে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভারতীয় তারকারাও। ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার থেকে শুরু করে বিরাট কোহলি, যুবরাজ সিং, টেনিস কিংবদন্তি ম্যারি কম, সানিয়া মির্জা সবাই করোনা যুদ্ধে নাম লিখিয়েছেন। এরমধ্যে আছে ভারতের তরুণ গলফার অর্জুন ভাটিও। মহৎ কাজ করে সবার নজর কেড়েছে ১৫ বছর বয়সী এই ক্রীড়াবিদ।
করোনা মোকাবিলায় নিজের আট বছরের গলফ ক্যারিয়ারের সব ট্রফি বিক্রি করে দিয়েছে অর্জুন। ট্রফি বিক্রি করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করোনা তহবিলে চার লাখ ৩০ হাজার রুপি দিয়েছে তরুণ এই গলফার।
নিজের ক্যারিয়ারে এখন পর্যন্ত ১০২টি ট্রফি জিতেছে অর্জুন। এর মধ্যে তিনবার জিতেছে বিশ্ব জুনিয়র গলফ চ্যাম্পিয়নশিপ। কিন্তু সবই করোনা মোকাবিলার জন্য বিক্রি করে দিয়েছে সে।
এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়াতে পেরে বেশ খুশি অর্জুন, ‘আপনারা সবাই জানেন, এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো বিশ্ব। খুবই সংকটময় পরিস্থিতির উদ্ভব ঘটেছে। আমি সবাইকে আহ্বান জানাব দেশের সাহায্যে এগিয়ে আসার জন্য। নিজের সাধ্যমতো অংশগ্রহণ করুন। ভালো লাগছে এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়াতে পেরে।'
অর্জুনের পরামর্শ, ‘গত আট বছরে আমি ১০২টি ট্রফি জিতেছি। আমি এগুলো বিক্রি করে দিয়েছি অনুদান সংগ্রহের জন্য। যা থেকে আমি চার লাখ ৩০ হাজার রুপি দিতে পেরেছি করোনা তহবিলে। আমার আত্মীয়স্বজন, বাবা-মা ও বন্ধুরা এই ট্রফিগুলো কিনে নিয়েছেন। তবে ট্রফিগুলো এখনো আমার বাড়িতেই আছে। লকডাউন শেষ হলে আমি সবার কাছে পৌঁছে দেব। আমি সবাইকে বলব আপনারা সেলফ আইসোলেশন মেনে সময়টা কাজে লাগান।'
এর আগে ইংলিশ তারকা জস বাটলারও করোনা মোকাবিলায় নিজের বিশ্বকাপ জার্সি বিক্রি করে দিয়েছেন। অনালাইন নিলামে ৬৫ হাজার ১০০ পাউন্ডে বিক্রি হয়েছে বাটলারের বিশ্বকাপ জার্সি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৮ লাখ ২১ হাজার টাকা। লন্ডনের রয়্যাল ব্রম্পটন ও হারেফিল্ড হাসপাতালকে আর্থিক সহায়তার জন্য এই উদ্যোগ নেন বাটলার।