ভারতের বিপক্ষে সিরিজে নেই উইলিয়ামসন
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হয়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপ খেলার রেশ কাটতে না কাটতেই ভারতের বিপক্ষে সিরিজ খেলতে নামছে কিউইরা।
আগামীকাল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে দুই দল। তবে এই সিরিজে খেলবেন না অধিনায়ক কেন উইলিয়ামসন।
অবশ্য ২৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে খেলবেন উইলিয়ামসন। টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক টিম সাউদি।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বুধবার। পরের দুই ম্যাচ শুক্রবার ও রোববার অনুষ্ঠিত হবে। উইলিয়ামসন সরাসরি টেস্ট দলে যোগ দেবেন। তারা ইতিমধ্যেই জয়পুরেই অনুশীলন শুরু করে দিয়েছে।’
অবশ্য কাইল জেমিসন, ডারিল মিচেল, মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপ্স দুই সিরিজেই খেলবেন। কিউইদের জন্য সুখবর লকি ফার্গুসন চোটের কারণে বিশ্বকাপ খেলতে না পারলেও ভারতের বিপক্ষে সিরিজে ফিরেছেন।