ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ কলকাতায় হতে পারে
চলমান ভারত-ইংল্যান্ড সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ হতে পারে কলকাতার ইডেন গার্ডেনসে। পুনেতে ২৩, ২৬ ও ২৮ মার্চ ম্যাচগুলো হওয়ার কথা ছিল। কিন্তু মহারাষ্ট্রে হঠাৎ করেই করোনা বেড়ে যাওয়ায় পুনে থেকে ম্যাচ সরানোর কথা ভাবছে বিসিসিআই।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে জানা গেছে, কলকাতায় এখন করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ঘরোয়া ক্রিকেটের বেশ কিছু ম্যাচও হয়েছে সেখানে। বিজয় হাজরা ট্রফির ম্যাচ এখনো চলছে কলকাতায়।
গতবছর দক্ষিণ আফ্রিকা সিরিজের একটি ওয়ানডে কলকাতায় হওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত তা হয়নি। কলকাতা থেকেই দেশের বিমান ধরেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।
বোর্ডের রোটেশন পদ্ধতি অনুযায়ী সিএবির পাওয়ার কখা অন্তত একটি ওয়ানডে ম্যাচ। কিন্তু করোনার জন্য পরিবর্তিত পরিস্থিতিতে তিনটি ম্যাচই হতে পারে একটি শহরে। সেক্ষেত্রে ইডেনেই হতে পারে তিনটি একদিনের ম্যাচ। আগামী ২৭ মার্চ থেকে পশ্চিমবঙ্গের নির্বাচন শুরু। কলকাতায় সে সময় ভোট না থাকলেও প্রশাসনের অনুমতি ছাড়া সিএবির পক্ষে এই ম্যাচগুলো আয়োজন করা কঠিন।