ভেঙে পড়েছে গলের গ্যালারি
শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার খেলা শুরুর আগে প্রবল বৃষ্টি ও বাতাসের কারণে গল আন্তর্জাতিক স্টেডিয়ামের একটি অস্থায়ী গ্যালারি ধসে পড়েছে। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে খেলা শুরুর ৯০ মিনিট আগে বৃষ্টি শুরু হয়। পরে দমকা হাওয়া শুরু হয়। আর এতেই ধসে পড়ে গ্যালারি।
গ্রাউন্ড স্টাফরা পুরো গ্রাউন্ডটিকে ঢেকে রেখেছিল। এর মধ্যে হঠাৎ ভেঙে পড়ে অস্থায়ী গ্যালারি। এলোমেলোভাবে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে সেখানকার চেয়ারগুলো। সেই সময় গ্র্যান্ডস্ট্যান্ডের ভেতরে কোনো দর্শক ছিল না।
অস্ট্রেলিয়ার দল কেবলমাত্র মাঠে যায় তখন। স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হওয়া বৃষ্টিপাত অব্যাহত ছিল। দুপুর দেড়টার দিকেও খেলা শুরু হয়নি।
শ্রীলঙ্কার ২১২ রানের জবাবে ৩ উইকেটে ৯৮ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। প্রথম দিনে ১৩ উইকেট পড়েছে। অস্ট্রেলিয়া ১১৪ রানে পিছিয়ে আছে।