ভ্যালেন্টাইন ডের আগে সৌম্যের ‘কামিং সুন’
গত বছর বিয়ে করেছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার। তখন আলোচনা চলছিল বাঁহাতি ওপেনার সৌম্য সরকারের বিয়ে নিয়েও। তিনি জানিয়েছিলেন, বিয়ের জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছেন। এবার নতুন বছর আসতেই বিয়ের খবর দিলেন সৌম্য। চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন জাতীয় দলের এই ক্রিকেটার।
কনের নাম প্রিয়ন্তী দেবনাথ পূজা। বসবাস খুলনায়। দুই পরিবারের সম্মতিতেই সৌম্য ও পূজা জুটি শুরু করবেন নতুন ইনিংস। আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন সৌম্য সরকার। সেখানে দেখা যায় চমৎকার কিছু ফুলের আড়ালে সৌম্য ও পূজা। ছবির ক্যাপশনে ইংরেজিতে লেখা আছে, ‘কামিং সুন!’ (শিগগিরই আসছে)।
বিয়েকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ছুটি নিয়েছেন সৌম্য। এ ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে দেখা যাবে না এই বাঁহাতি ব্যাটসম্যানকে।
বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। প্রধান নির্বাচক বলেন, ‘বিয়ের জন্য ছুটির দরখাস্ত জমা দিয়েছে সৌম্য। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তাকে পাওয়া যাচ্ছে না।’
এ ছাড়া গতকাল বুধবার গণমাধ্যমকে সৌম্য সরকার নিজেই জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি তাঁর গায়ে হলুদ। আর ২৮ ফেব্রুয়ারি বিয়ে। গ্রামের বাড়ি সাতক্ষীরাতেই হবে অনুষ্ঠান।
এদিকে, ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। ঢাকায় এসে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২২ ফেব্রুয়ারি একমাত্র টেস্ট। সিলেটে আগামী ১ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ৩ ও ৬ মার্চ। ৯ ও ১১ মার্চ ঢাকায় দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।