মর্যাদার লড়াইয়ে মোহামেডানকে হারাল আবাহনী
আবাহনী-মোহামেডান ম্যাচ যেন উত্তেজনার সঙ্গে মর্যাদার লড়াইয়েরও। তবে আগের মতো সেই লড়াই করতে পারল না মোহামেডান। একপেশে ম্যাচে জাতীয় দল থেকে বাদ পড়া নাঈম শেখের অপরাজিত সেঞ্চুরিতে ৬ উইকেটে জিতেছে আবাহনী লিমিটেড।
আজ বুধবার (২২ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের দেওয়া ২৩৬ রানের লক্ষ্য নাইমের দুর্দান্ত সেঞ্চুরিতে মাত্র ১৫.৩ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় আবাহনী।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে আবাহনীর দুই ওপেনার। তবে ব্যক্তিগত ১৭ রানের মাথায় রুয়েল মিয়ার বলে ক্যাচআউট হয়ে সাজঘরে ফেরেন এনামুল হক বিজয়। বিজয় আউট হলেও আরেক ওপেনার নাঈম খেলতে থাকেন নিজের মতো। তাকে যোগ্য সঙ্গ দেন তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়।
এরপর নাইমের সঙ্গে বড় জুটি গড়ার আশা দেখিয়েও ব্যক্তিগত ২৪ রানে ফিরে যান জয়ও। এরপর সদ্যই জাতীয় দল থেকে বাদ পড়া আফিফের সঙ্গে জুটি গড়েন নাইম। ব্যাট হাতে এদিন দ্যুতি ছড়িয়েছেন আফিফ। ৪৯ রানে বিদায় নেন হাফসেঞ্চুরির আক্ষেপ নিয়ে। এরপর মোসাদ্দেককে নিয়ে বাকি কাজটা সারেন ওপেনার নাঈম।
শেষ পর্যন্ত ৩৪.৩ ওভারেই জয়ের দোরগোরায় পৌঁছে যায় আবাহনী। ৮৬ বলে ১১০ রান করে অপরাজিত থাকেন নাঈম। মোসাদ্দেক অপরাজিত থাকেন ২৫ রান করে। মোহামেডানের হয়ে সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক জুনিয়র এবং রুয়েল মিয়া একটি করে উইকেট সংগ্রহ করেন।
শের-ই-বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছিল মোহামেডান। ১৩৭ রানের ওপেনিং জুটির পরও সাদা-কালোরা আড়াইশর মধ্যে আটকে যায়। ইমরুল কায়েস ৬৮ ও মাহিদুল ইসলাম অঙ্কন ৭০ রান করে আউট হওয়ার পর প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে পারেননি কেউ। পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ৪ উইকেট নিয়ে অল্পতেই আটকে দেন মোহামেডানকে। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা তোলে ২৩৫ রান।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান স্পোর্টিং ক্লাব : ৫০ ওভারে ২৩৫/৮ (ইমরুল ৬৮, মাহিদুল ৭০, সৌম্য ১, মাহমুদউল্লাহ ৩, অনুষ্টুপ ৩০, আরিফুল ৩৭*, শুভাগত ০, সাইফুল ৫, কামরুল ৬, এনামুল জুনি. ৮*; সাইফ ১০-১-৪৫-৪, তানজিম ১০-১-৫৪-২, তানভির ১০-০-৩৯-২, মোসাদ্দেক ৯-০-৩৭-০, রকিবুল ১০-০-৪৪-০, আফিফ ১-০-১১-০)
আবাহনী লিমিটেড : ৩৪.৩ ওভারে ২৩৬/৪ (এনামুল ১৭, নাঈম শেখ ১১০*, মাহমুদুল ২৪, ইন্দ্রজিৎ ৯, আফিফ ৪৯, মোসাদ্দেক ২৫*; শুভাগত ৪-০-২৮-০, এনামুল জুনি. ৭-০-২৬-১, রুয়েল ৩-০-২৮-১, মাহমুদউল্লাহ ৮-০-৩৯-১, কামরুল ৪-০-৪৩-০, সাইফুল ৫-০-৩৮-০, সৌম্য ২-০-২৩-১, অনুষ্টুপ ১-০-১০-০, ইমরুল ০.৩-০-১-০)
ফলাফল: আবাহনী ৬ উইকেটে জয়ী