মাগুরায় সাত দিনব্যাপী রেফারি প্রশিক্ষণের উদ্বোধন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় মাগুরায় রেফারি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলার আছাদুজ্জামান স্টেডিয়াম মিলনায়তনে সাত দিনব্যাপী রেফারি কোর্সটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
কোর্সে চারজন প্রমিলা ফুটবলারসহ দেশের বিভিন্ন জেলা থেকে ৬০ জন নতুন রেফারি প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষক হিসেবে ক্যাম্পটি পরিচালনা করবেন বাফুফের রেফারি এহসানুল হক ও নাজমুল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সাইফুজ্জামান শিখর বলেন, ‘পক্ষপাতমূলক রেফারিং দেশের ফুটবল ঐতিহ্য হারানোর অন্যতম একটি কারণ। লোভ-লালসা বাদ দিয়ে নীতি-নৈতিকতা ও প্রকৃত আইন দিয়ে রেফারি যদি বিচারকের দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলেই ফুটবল তার হারানো ঐতিহ্য ফিরে পাবে।’
উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন মাগুরা পুলিশ সুপার ও জেলা রেফারি সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন, সহসভাপতি বাবুল ফকির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।