মার্টিনেজের উল্লাস নিয়ে চটেছে ফরাসিরা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/12/23/khelaa.jpg)
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে। দীর্ঘ ৩৬ বছরের শিরোপাখরা কাটিয়েছে আলবিসেলেস্তেরা, উদযাপন তো বাঁধনহারা হবেই। ভক্তদের পাগলামির অন্ত নেই। বিশ্বজয়ের আনন্দ যেন থামছেই না। যেভাবে পারছে, উদযাপন করছে। তা তারা করতেই পারে। কিন্তু তারকাদের সংযত হওয়া দরকার বলে মনে করছেন অনেকে।
আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ছাড়িয়ে গেছেন সবকিছুকে। ফাইনাল জেতার পর থেকে তিনি শিরোপার চেয়ে বেশি পড়ে আছেন কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। প্রথমে ড্রেসিংরুমে তাকে হেয় করা, এরপর দেশে ফিরে এমবাপ্পের পুতুল কোলে নিয়ে মজা করা। এ ছাড়া ম্যাচ শেষে গোল্ডেন গ্লাভস নেওয়ার সময় এমির করা অশ্লীল অঙ্গভঙ্গির সমালোচনা করেছেন অনেকেই।
আর্জেন্টিনার ড্রেসিংরুমে ফরাসি তারকা এদুয়ার্ডো কামাভিঙ্গার নাম নিয়ে মজা করেন সাবেক আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো।
সব মিলিয়ে চটেছেন ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লা মায়ার। দেশটির প্রেসিডেন্টের পর তিনিই দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। সাদ রেডিওতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘ফুটবল ভদ্রলোকের খেলা। এখানে একে অপরের শ্রদ্ধাশীল হওয়া উচিত। পরাজিত দলের প্রতি শ্রদ্ধার মাত্রা আরও বাড়ানো দরকার। সেখানে তারা যা ইচ্ছে করছে। ফিফার কোনো ভূমিকা নেই এখানে?'