মালয়েশিয়াকে হেসেখেলে হারাল পাকিস্তান
দাপুটে বোলিংয়ে মালয়েশিয়ার মেয়েদের বেশিদূর যেতে দিল না পাকিস্তান নারী ক্রিকেট দল। থামিয়ে দিল মাত্র ৫৭ রানে। পরে এই রান তাড়া করতে পাকিস্তান সময় নিল স্রেফ ৯ ওভার। ৬৬ বল হাতে রেখে হেসেখেলেই মালয়েশিয়াকে উড়িয়ে দিল পাকিস্তানের মেয়েরা।
আজ রোববার নারী এশিয়া কাপের তৃতীয় ম্যাচে মালয়েশিয়াকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান। বল হাতে ১৩ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তুবা হাসান।
এদিন সিলেটে অ্যাকাডেমি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের সামনে মুখ থুবড়ে পড়ে মালয়েশিয়া। রানের খাতা খোলার আগে উইকেট হারায় মালয়েশিয়ার মেয়েরা। এক ইলসা ছাড়া কোনো ব্যাটারকেই দাঁড়াতেই দেয়নি পাকিস্তান।
শুধুমাত্র ইলসা করেন ২৯ রান। বাকিরা কেউ দাঁড়াতেই পারেননি। ৯ ব্যাটার ১০এর ঘরই পার হতে করতে পারেননি। ফলে মালয়েশিয়া থেমে যায় মাত্র ৫৭ রানে।
জবাব দিতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান। রান তাড়ায় ৬ ওভারে দলকে ৪৫ রান তুলে দিয়ে আউট হন ওপেনার সিদ্রা আমিন। ২৩ বলে ৫ চারে সর্বোচ্চ ৩১ রান করেন তিনি। মুনিবাকে নিয়ে আর তিন ওভার খেলে পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক বিসমাহ মারুফ। তিনি ৮ রানে ও মুনিবা ২১ রানে অপরাজিত ছিলেন।