মোদিকে ধন্যবাদ জানালেন সৌরভ
বুকে ব্যথা নিয়ে গত বুধবার হাসাপাতালে ভর্তি হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। এরপর বৃহস্পতিবার তাঁর হৃৎপিণ্ডে আরো দুটি স্টেন্ট বসানো হয়েছে। স্টেন্ট বসানোর পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন তিনি। সুস্থ হয়ে গতকাল রোববার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানা গেছে, আপাতত কিছুদিন বাড়িতেই বিশ্রামে থাকবেন সৌরভ। অবশ্য বাড়ি ফিরে গিয়ে তিনি প্রথম টুইট করেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন।
ভারতীয় প্রধানমন্ত্রী সম্প্রতি এক অনুষ্ঠানে দেশটির জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্সের কথা তুলে ধরেছিলেন। তার পরই পাল্টা ধন্যবাদ জানিয়েছিল বিসিসিআই। এবার আরেক টুইটে মোদিকে ধন্যবাদ জানালেন সৌরভ।
টুইট করে সৌরভ লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়ার পারফরম্যান্সের প্রশংসা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
ভারতীয় ক্রিকেট দল বিদেশের মাটিতে ইতিহাস গড়েছে। অজিঙ্কা রাহানের নেতৃত্বে দলটি টেস্ট সিরিজ জিতেছে। এর পরই প্রধানমন্ত্রী প্রশংসা করেন দলের।
গত শনিবার নরেন্দ্র মোদি বলেন, ‘ক্রিকেটের মাঠ থেকে আমাদের কাছে ভালো খবর এসেছে। গৌরবের সঙ্গে প্রত্যাবর্তন করেছে। অস্ট্রেলিয়ায় সিরিজ জিতেছে। আমাদের দলের হার্ডওয়ার্ক এবং টিমওয়ার্ক অনুপ্রেরণা জোগাবে।’
প্রধানমন্ত্রীর প্রশংসার পর বিসিসিআই থেকে তাঁকে ধন্যবাদ জানিয়ে লিখেছে, ‘আপনার প্রশংসা এবং উৎসাহের জন্য ধন্যবাদ। টিম ইন্ডিয়া এভাবেই খেলবে।’
অস্ট্রেলিয়ায় ৩২ বছর পর ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারতীয় দল। ঐতিহাসিক সিরিজ জয়ের পর ভারত র্যাঙ্কিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
আর কদিন বাদে ভারত ও ইংল্যান্ড সিরিজ খেলবে। চারটি টেস্ট, তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। এখন চেন্নাইয়ে ইংল্যান্ড দল কোয়ারেন্টিনে রয়েছে।