১২৫ কোটিতে জি বাংলা ছেড়ে স্টার জলসায় সৌরভ গাঙ্গুলী

জি বাংলার ‘দাদাগিরি’তে আর দেখা যাবে না ভারতের জাতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে। এই তারকা ক্রিকেটার শুধু ‘দাদাগিরি’ নয় ছেড়ে দিচ্ছেন টিভি চ্যানেল জি বাংলাও। যুক্ত হচ্ছেন স্টার জলসায়, সেটাও ১২৫ কোটি টাকার বিনিময়ে।
স্টার জলসার সঙ্গে চার বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার খবরে সম্প্রতি সিলমোহরও দিয়েছেন সৌরভ নিজেই।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ৪ বছরের জন্য দাদার সঙ্গে ১২৫ কোটি টাকার চুক্তি হয়েছে স্টার জলসার। ‘বিগবস’ ও নতুন কুইজ শোতে দেখা যাবে তাঁকে। ২০২৬ সালের জুলাই থেকে দুইটি শো’ পরিচালনা করবেন তিনি।
তবে এই ১২৫ কোটি ছড়িয়ে পড়তেই নতুন করে চর্চায় সৌরভ গাঙ্গুলী। বাংলায় সর্বোচ্চ পারিশ্রমিক হচ্ছে তার। এর আগে কোনো তারকা এত বেশি রোজগার করেননি। রেকর্ড ব্রেকিং টাকায় চ্যানেল বদল করলেন মহারাজা।
সূত্রের খবর, দুই শোয়ের জন্য বছরে মোট ৩৪ দিন করে সময় দেবেন সৌরভ গাঙ্গুলী।