ম্যান ইউতে ৭ নম্বর জার্সি পাচ্ছেন না রোনালদো
প্রায় এক যুগ পর আবার ম্যানচেস্টার উইনাইটেডে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁকে নিয়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। তবে নতুন খবর হলো, নিজের পছন্দের ৭ নম্বর জার্সি হয়তো নাও পেতে পারেন এই পর্তুগিজ তারকা।
রোনালদো ও ৭ নম্বর জার্সি, এই দুটি যেন সমার্থক হয়ে গিয়েছিল। ম্যানচেস্টার থেকে মাদ্রিদ হয়ে তুরিন, সব জায়গাতেই এই জার্সি পরে খেলেছেন। স্পোর্টিং ক্লাব দে পর্তুগালে ২৮ নম্বর জার্সি পরে খেলতেন রোনালদো। তারপর ম্যানচেস্টারে ফার্গুসানের ইচ্ছাতেই প্রথম ৭ নম্বর জার্সি গায়ে দিয়ে খেলেন রোনালদো।
পর্তুগালের মাদেইরায় জন্ম নেওয়া এক সাধারণ পরিবারের তরুণ থেকে ‘সিআর ৭’ হয়ে উঠেন রোনালদো।
গোল ডটকমের খবরে জানা গেছে, আবার দলে ফিরলেও ম্যান ইউর সাত নম্বর জার্সি সম্ভবত আর তাঁর হাতে তুলে দেওয়া সম্ভব হবে না।
অবশ্য ম্যান উইতে অ্যালেক্সিস সানচেজ, রাদামেল ফালকাও, অ্যাঞ্জেল ডি'মারিয়ার মতো তারকারা এই ৭ নম্বর জার্সি পরে খেললেও খুব একটা সাফল্য পাননি।
তবে ইউনাইটেডের হয়ে এই ৭ নম্বর জার্সির মাধুর্য কিছুটা হলেও ফিরিয়ে এনেছেন এডিনসন কাভানি। উরুগুয়ান তারকা নিজের জার্সি নম্বর ছেড়ে দিতেও রাজি হয়েছিলেন। তবে কাভানি চাইলেও রোনালদো ৭ নম্বর জার্সি পরতে পারবেন না। কারণ প্রিমিয়ার লিগে সব ক্লাবেরই এই মৌসুমের জন্য জার্সি নম্বর রেজিস্টার করানো হয়ে গেছে।
তবে কাভানি দল ছাড়লে তবেই রোনালদো সাত নম্বর জার্সি পড়তে পারবেন। তবে কাভানির দল ছাড়ার কোনো পরিকল্পনা নেই। ফলে রোনালদো যে সাত নম্বর জার্সি পরে খেলা হচ্ছে না, তা একপ্রকার নিশ্চিত।
ম্যান ইউতে বর্তমানে ১২ ও ১৫ নম্বরের পাশপাশি ২৮ নম্বর জার্সি ফাঁকা রয়েছে। লিওনেল মেসি পিএসজিতে গিয়ে তাঁর শুরুর দিকের ৩০ নম্বর জার্সি বেছে নিয়েছেন। রোনালদো সেই পথে হাঁটেন কি না এখন সেটাই দেখার।