অ্যাথলেট হিসেবে আয়ের শীর্ষে রোনালদো, কাছাকাছি নেই কেউ
ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারে যেন ভর করেছে দ্বিতীয় কৈশোর।গত সপ্তাহে বয়স পার করেছেন ৪০ এর ঘর। এই বয়সেও মাঠে তার উদ্যম বেড়েই চলেছে। মাঠে বাড়ছে রোনালদোর গোল, বাইরে সমানতালে বাড়ছে তার আয়। ফোর্বসের হিসাবে গত বছরের শীর্ষ অ্যাথলেট হয়েছিলেন রোনালদো। এবার ক্রীড়াভিত্তিক আর্থিক গণমাধ্যম স্পোর্টিকোর প্রতিবেদনেও সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেট সিআরসেভেন। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এই প্রতিবেদন প্রকাশ করেছে স্পোর্টিকো।
পর্তুগাল ও আল-নাসের অধিনায়ক ২০২৪ সালে আয় করেছেন ২৬০ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যে অর্থের পরিমাণ প্রায় তিন হাজার ১৫০ কোটি টাকা। এরমধ্যে আল-নাসেরের পারিশ্রমিক বাবদ পেয়েছেন ২১৫ মিলিয়ন মার্কিন ডলার। বিভিন্ন চুক্তি থেকে এসেছে ৪৫ মিলিয়ন মার্কিন ডলার।
বিশ্বের সব ক্রীড়াবিদের চেয়ে বেশি আয় করা সিআরসেভেনই তালিকার একমাত্র খেলোয়াড়, যিনি আয় করেছেন ২০০ মিলিয়নের ওপর। দুইয়ে থাকা বাস্কেটবল তারকা স্টিফেন কারির আয় ১৫৩.৮ মিলিয়ন মার্কিন ডলার। তিনে আছেন ব্রিটিশ বক্সার টাইসন ফিউরি। তার আয় ১৪৭ মিলিয়ন মার্কিন ডলার।
ফুটবলার হিসেবে দুইয়ে এবং ক্রীড়াবিদদের মধ্যে এই তালিকায় চার নম্বরে আছেন লিওনেল মেসি। ২০২৪ সালে মেসির আয় ১৩৫ মিলিয়ন মার্কিন ডলার। ১৩৩.২ মিলিয়ন ডলার নিয়ে পঞ্চম স্থানে বাস্কেটবল তারকা লেব্রন জেমস। রোনালদোর মতো তার বয়সও ৪০ ছুঁয়েছে।