যেন উড়ছেন কোহলি, আবার এক নম্বরে

আজ বুধবার আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। এবারও শীর্ষ স্থান ধরে রেখেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৯২৮। দ্বিতীয় স্থানে থাকা স্টিভ স্মিথের (৯১২) চেয়ে অনেক এগিয়ে কোহলি।
পঞ্চম স্থান থেকে ষষ্ঠ স্থানে নেমে গেছেন পূজারা। তাঁর পয়েন্ট ৭৯১। দুই ধাপ নেমে গিয়ে পূজারা আপাতত নবম স্থানে। তাঁর পয়েন্ট ৭৫৯।
চোট সেরে একদিন আগেই টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরেছেন জসপ্রীত বুমরাহ। তিনি বোলিং তালিকায় ৭৯৪ পয়েন্ট ষষ্ঠ স্থান ধরে রেখেছেন। নয় ও দশ নম্বর স্থান ধরে রেখেছেন যথাক্রমে রবিচন্দ্রন অশ্বিন (৭৭২) ও মোহাম্মদ শামি (৭৭১)।
ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন মার্নাস লাবুশানে। ব্যাট করতে নেমেই রান তুলছেন। শতরান করেছেন পরপর। তিনি ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টেও লাবুশানে দুই ইনিংসে করেছেন ২১৫ ও ৫৯। কিউই সিরিজে তিনি অস্ট্রেলিয়ার জার্সিতে সর্বোচ্চ রান করেছেন, ৫৪৯। এর আগের সিরিজেই লাবুশানে পাকিস্তানের বিরুদ্ধে ৮৯৬ রান করেছিলেন।
বোলারদের মধ্যে এক নম্বরে আছেন অস্ট্রেলিয়ান স্পিডস্টার প্যাট কামিন্স। ৯০৪ পয়েন্ট নিয়ে তিনি শীর্ষে। দুই ও তিন নম্বরে রয়েছেন যথাক্রমে নীল ওয়াগনার (৮৫২) ও জেসন হোল্ডার (৮৩০)।