রিচার্ড হ্যাডলি পুরস্কার জিতলেন উইলিয়ামসন
বেশ কিছুদিন ধরে নিউজিল্যান্ডের ক্রিকেটে অনবদ্য অবদান রেখে যাচ্ছেন কেন উইলিয়ামসন। এই অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে ‘স্যার রিচার্ড হ্যাডলি’ পুরস্কার দেওয়া হয়েছে। এ নিয়ে চতুর্থবার এই পুরস্কার জিতলেন উইলিয়ামসন।
গত গ্রীষ্মে চার টেস্টে ৬৩৯ রান করেছেন উইলিয়ামসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারসেরা ২৫১ রানের চমৎকার ইনিংস খেলেন। এ ছাড়া পাকিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরিও করেছিলেন তিনি।
নিউজিল্যান্ডকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলতে বড় অবদান রেখেছিলেন উইলিয়ামসন। তিনি নিজেও টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গা দখল করেন। এই পুরস্কারের জন্য উইলিয়ামসনের বিকল্প কেউ ছিলেন না।
শুধু তাই নয়, আন্তর্জাতিক ‘টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার’ খেতাব জিতেছেন উইলিয়ামসন। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ‘রেডপ্যাথ কাপ’ অ্যাওয়ার্ড জিতেন তিনি।
এছাড়া পুরস্কার পেয়েছেন ডেভন কনওয়ে, ফিন অ্যালেন ও কাইল জেমিসন। নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টির সেরা ক্রিকেটার হয়েছেন কনওয়ে।
‘সুপার স্ম্যাশ প্লেয়ার অব দ্য ইয়্যার’ জিতেছেন ২১ বছর বয়সী অ্যালেন। আর টেস্ট ক্রিকেটে অসাধারণ বোলিং করার সুবাদে জেমিসনকে দেওয়া হয়েছে ‘উইন্ডসন কাপ’ পুরস্কার। পুরো মৌসুমে তাঁর শিকার ছিল ২৭টি উইকেট।