রোহিতকে টেস্টের নেতৃত্ব দেওয়া পছন্দ হয়নি যুবরাজের
সাদা বলের পর লাল বলের ক্রিকেটেও রোহিত শর্মাকে নেতা বানিয়েছে ভারত। অথচ ভারতের টেস্ট দলে নিয়মিত মুখই নন রোহিত। বিষয়টি নিয়ে খুব বেশি সমালোচনা না উঠলেও আইপিএলে মুম্বাইয়ের অধিনায়ক এবার ব্যর্থতার জন্য সমালোচিত। এর মধ্যেই টেস্ট ক্রিকেটে রোহিতকে নেতা বানানো নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং।
তারকা অলরাউন্ডার মনে করছেন, আবেগের বশেই রোহিতকে টেস্টের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য ফরম্যাটের অধিনায়ক হিসেবে রোহিতকে পছন্দ করলেও টেস্ট দলে তাঁকে এই মুহূর্তে অধিনায়ক হিসেবে মানতে পারছেন না যুবরাহ। এর কারণ মূলত রোহিদের চোটের প্রবণতা।
হোম অফ হিরোস অন স্পোর্টস ১৮-এর আলোচনায় যুবরাজ বলেন, ‘রোহিত দারুণ অধিনায়ক। আমি মুম্বাই ইন্ডিয়ান্সে ওর অধীনে খেলতাম। খুব ভালো চিন্তাশীল, খুব ভালো অধিনায়ক। আরও আগে অন্তত সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হওয়া উচিত ছিল রোহিতের। কিন্তু যেহেতু বিরাট এত ভালো করছিল এবং দলও ভালো করছিল,তাই সেটা সম্ভব ছিল না।'
কিন্তু এই সময়ে রোহিতকে টেস্টে অধিনায়ক হিসেবে মানতে পারছেন না যুবরাজ, ‘ মার মতে, ওকে টেস্ট ক্রিকেটে অধিনায়ক করা একটি আবেগপূর্ণ সিদ্ধান্ত ছিল। যখন ওরা ওকে অধিনায়ক করেছিল তখনকার ফিটনেস সাপেক্ষে ঘোষণা করা হয়েছিল। ফিটনেস সাপেক্ষে আপনি আপনার টেস্ট অধিনায়ক ঘোষণা করতে পারেন না। রোহিত চোট প্রবণ। সে এখন সেই বয়সে রয়েছে,যেখানে ওকে ওর শরীরের যত্ন নিতে হবে।'
সাবেক এই তারকা আরো বলেন, ‘এটা টেস্ট অধিনায়কত্বেও ওর উপর চাপ বাড়াবে। টেস্ট ক্রিকেটে ইনিংস শুরু করার মাত্র কয়েক বছর হলো। সে ভালো খেলছে। ওকে টেস্ট ক্রিকেটে ওর ব্যাটিংয়ে ফোকাস করতে দেওয়াই ভালো। আমি আশা করি রোহিত সেটাই উপভোগ করবে।'