রোহিত এখনো ফিট নয় : সৌরভ
তিনদিন আগেই মুম্বাই ইন্ডিয়ান্সকে পঞ্চম আইপিএল শিরোপা উপহার দিয়েছেন রোহিত শর্মা। প্লে-অফ থেকে টানা তিন ম্যাচে খেলেছেন তিনি। ফাইনালে খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস। তবুও নাকি পুরোপুরি ফিট নন রোহিত। দ্য উইককে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইর সভাপতি সৌরভ গাঙ্গুলী।
গত ১৮ অক্টোবর কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত। তারপর চার ম্যাচে অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন পোলার্ড। ওই সময়েই অস্ট্রেলিয়া সফরের জন্য তিন সংস্করণের দল ঘোষণা করে ভারত। কোনো দলেই রাখা হয়নি রোহিতকে। এর পরদিনই মুম্বাইয়ের নেটে অনুশীলনে নেমে যান রোহিত। চোটকে সঙ্গে করেই পরের ম্যাচগুলোতে মুম্বাইকে নেতৃত্ব দেন রোহিত। দলকে শিরোপা জেতান।
কিন্তু দ্য উইককে সৌরভ বলেন, ‘রোহিত কেবল ৭০ শতাংশ ফিট। এই কারণেই সীমিত ওভারের ক্রিকেটে রোহিতকে রাখা হয়নি।’
পরে অবশ্য কেবল টেস্ট স্কোয়াডে সংযোজন করা হয় রোহিতকে। টেস্ট সিরিজের আগে অস্ট্রেলিয়ায় উড়াল দেবেন তিনি। এর আগে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে প্রস্তুতি নেবেন।
এর আগে রোহিতকে প্লে অফে খেলার আগে সতর্ক করে দিয়েছিলেন বিসিসিআই সভাপতি। সৌরভ সে সময়ও বলেছিলেন, ‘রোহিত এই মুহূর্তে পুরোপুরি ফিট নয়। তা না হলে ওর মত ক্রিকেটারকে কেন বাইরে রাখা হবে! জাতীয় দলের সহঅধিনায়ক রোহিত। ওকে পুরোপুরি চোট সারানোর পরেই খেলানো হবে। জানি না কবে ও মাঠে ফিরবে! ফিট ক্রিকেটাররাই যাতে মাঠে নামে, সেটা দেখাই বোর্ডের কাজ। যদি রোহিত সুস্থ হতে পারে, তাহলে ফিরে আসবে।’