লিটনের পর তামিমের বিদায়, চাপে বাংলাদেশ
চেমসফোর্ডে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমে শুরুটা প্রত্যাশা অনুযায়ী করতে পারেনি বাংলাদেশ। শুরুতেই হারিয়ে বসেছে দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবালকে। ইংলিশ কন্ডিশনে বাড়তি বাউন্স আর সুইং যে বাংলাদেশকে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে, লিটন-তামিমের আউট অন্তত তারই প্রমাণ।
আজ মঙ্গলবার (৯ মে) ইংল্যালেন্ডের চেমসফোর্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারে আইরিশদের হয়ে আক্রমণে আসেন জশ লিটল। তার ওভারে চতুর্থ ডেলিভারিতে অফস্ট্যাম্প করিডোরে করা ইয়র্কার বল সরাসরি লিটনের প্যাডে আঘাত করে। আবেদনে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার। মাত্র এক বল খেলে রানের খাতা না খুলেই ফিরতে হয় লিটনকে।
তামিমের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার তামিম। দলীয় ১৫ রানের মাথায় অ্যাডাইর এর বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তামিম। আউট হওয়ার আগে করেন ১৯ বলে ১৪ রান।
এবারের সিরিজটা অন্য যেকোনো সিরিজ থেকে বাংলাদেশের জন্য বেশি চ্যালেঞ্জিং। কারণ এই প্রথম এতো কম প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হয়েছে তামিমের দলকে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনেকটা আগেই ইংল্যান্ড গিয়েছিল বাংলাদেশ। তাতে অবশ্য খুব বেশি লাভ হয়নি। কারণ, টানা বৃষ্টির কারণে প্রস্তুতি ম্যাচের পাশাপাশি পণ্ড হয়েছে বেশ ক’টি অনুশীলন সেশন।