শওকত আজিজের মনোনয়নপত্র প্রত্যাহার, এখন প্রার্থী ৩১ জন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামী ৬ অক্টোবর। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। এদিন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আম্বার স্পোর্টিংয়ের কাউন্সিলর শওকত আজিজ রাসেল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের খবরটি নিশ্চিত করেছেন বিসিবির নির্বাচনের রিটার্নিং অফিসার আলী রেজা। তিনি জানান, রাসেল ক্যাটাগরি ২-এর পরিচালক পদে লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন।
শওকত আজিজের মনোনয়নপ্রত্র প্রত্যাহারের বিষয়টি জানিয়ে রিটার্নিং অফিসার আলী রেজা বলেন, '৩২ জন (পরিচালক পদে) থেকে ১ জন প্রত্যাহার করেছেন, এখন সংখ্যাটা ৩১-এ দাঁড়িয়েছে। যিনি প্রত্যাহার করেছেন তিনি হলেন ক্যাটাগরি ২-এর। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় এরই মধ্যে শেষ হয়ে গেছে। এখন আর প্রত্যাহারের সুযোগ নেই, দুপুর ১২ টায় শেষ হয়ে গেছে, এখন আমরা প্রার্থীদের তালিকা পাঠিয়ে দেব।'
এর আগে ২৩ পরিচালক পদের বিপরীতে ৩২ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থীতা বাতিল হয়নি।
পরিচালক নির্বাচনের জন্য ১৭১ কাউন্সিলর তিন ক্যাটাগরিতে নির্বাচনে ভোট দেবেন। প্রথম ক্যাটাগরি আঞ্চলিক জেলা ও ক্রীড়া সংস্থার। কাউন্সিলর আছেন ৭১ জন। দ্বিতীয় ক্যাটাগরি ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি। তাদের কাউন্সিলর আছেন ৫৭ জন। তৃতীয় ক্যাটাগরি থেকে কাউন্সিলর রয়েছেন ৪৩ জন।