টি-টোয়েন্টিতে আজ শেষবার মাঠে নামবেন মাহমুদউল্লাহ
বিদায়ের ঘোষণা দিয়েছেন আগেই। অপেক্ষা শেষ চিত্রনাট্যের। যেটার বাস্তবায়ন হবে আজ শনিবার হায়দরাবাদে। ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ দিয়ে শেষবার টি-টোয়েন্টিতে মাঠে নামবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির আগে দিল্লিতে বিদায়ের ঘোষণা দিয়ে ফেলেন মাহমুদউল্লাহ। জানান, ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ থেকে থেমে যাচ্ছেন তিনি। আজ হায়দরাবাদেই সেই দিন।
যদিও ম্যাচটির আগে বাংলাদেশ আছে মহাবিপদে। কারণ, টানা দুই হারে সিরিজ হারানো বাংলাদেশকে এই ম্যাচেই চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশ। এমন লজ্জা থেকে নিজেদের রক্ষার ম্যাচটিই আবার হতে যাচ্ছে মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচ। তাই শেষ ম্যাচটিতে নিজেদের মান বাঁচানোর পাশাপাশি মাহমুদউল্লাহর বিদায়কেও স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ।
ক্রিকেটে সাফল্যের দিক থেকে বাংলাদেশ খুব বড় কিছু করেনি। সাফল্য এসেছে হাতের আঙুলে গুণে অল্প কয়বার। তার প্রায় সবগুলোতেই সারথী ছিলেন মাহমুদউল্লাহ। সুখের দিনে আনন্দে যেমন করেছেন, ভাগ নিয়েছেন দুঃখের। বরং, অন্যদের চেয়ে বেশি সমালোচিত হয়েছেন। বাংলাদেশ হারলে কোথাও না কোথাও তার দায় মাহমুদউল্লাহর ওপর অনেকাংশেই চাপত। তবু, নিজের জায়গা থেকে চেষ্টা করে গেছেন তিনি। সমালোচনাকে পাশ কাটিয়ে ক্ষুদ্র সংস্করণে প্রায় দেড় যুগ কাটিয়ে দিলেন।
২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছিল মাহমুদউল্লাহর বর্ণিল ক্যারিয়ার। ভারতের বিপক্ষে শেষ দুই ম্যাচসহ মোট ১৪১টি ম্যাচ খেলে থামবেন তিনি।
বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলার রেকর্ড নিজের করে নিয়েছেন মাহমুদউল্লাহ। আজকের আগে ১৪০টি ম্যাচে মাহমুদউল্লাহ ১১৭.৫১ স্ট্রাইক রেটে রান করেছেন ২ হাজার ৪৩৬। এই ফরম্যাটে তার সর্বোচ্চ রান ৬৪। এই সংস্করণে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদউল্লাহ। সবচেয়ে বেশি ২ হাজার ৫৫১ রান করেছেন সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে অবসর নেওয়া সাকিব।
ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দেশের জার্সিতে ভূমিকা রেখেছেন এই অলরাউন্ডার। বল হাতে হাত ঘুরিয়ে এই ফরম্যাটে উইকেট নিয়েছেন ৪০টি। সেরা বোলিং ফিগার ১০ রান দিয়ে তিন উইকেট। এ ছাড়া ফিল্ডার হিসেবে বিশ ওভারের ম্যাচে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৫০টি ক্যাচ লুফে নিয়েছেন মাহমুদউল্লাহ।
টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড মাহমুদউল্লাহর দখলে। ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে তার অধিনায়কত্বে মোট ৪৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি জয়ও তার। অধিনায়ক হিসেবে ১৬টি ম্যাচ জিতেছেন মাহমুদউল্লাহ। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও লাল-সবুজের নেতৃত্ব দেন তিনি।