শুধু টিটিতেই ভালো খবর, অন্য ইভেন্টে হতাশা
কমনওয়েলথ গেমসে প্রথম খবরটা ভালো পয়নি বাংলাদেশ। অসুস্থতার কারণে রিংয়ে নামতে পারেননি বক্সার সুরকৃষ্ণ চাকমা। পরে অবশ্য ভালো খবর আসে। স্বস্তির জয় এনে দিয়েছে টেবিল টেনিস দল।
বার্মিংহামে ছেলেদের দলগতের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। হৃদয়-রামহীম জুটি দেশকে এই সাফল্য এনে দেন। ডাবলসের প্রথম ম্যাচে তারা ৩-০ সেটে ফিজিকে হারায়। ১১-৭, ১১-৫, ১১-৪ গেমে জিতেছেন দুই বাংলাদেশি খেলোয়াড়।
আর সিঙ্গেলসে বাংলাদেশের রিফাত মাহমুদ সাব্বির ৩-০ সেটে জিতেছেন।
এদিকে জিমন্যাস্টিকসে নিউজিল্যান্ড প্রবাসী আলী কাদের হক ভালো করেছেন। বাছাই পর্বে ১৩.৭ স্কোর তুলেছেন। সর্বোচ্চ যেখানে ১৪। মূল পর্বে খেলার সম্ভাবনা রয়েছে তাঁর।
এদিকে সাঁতারের ভালো খবর পাওয়া যায়নি। ৫০ মিটার বাটার ফ্লাইয়ের হিটে মাহমুদুন নবী নাহিদ আটজনের মধ্যে হয়েছেন অষ্টম। মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে মরিয়ম আক্তার সাত জনের মধ্যে পঞ্চম হয়েছেন।