সাকলায়েনই থাকছেন কোচ, পাকিস্তান দল ঘোষণা
সর্বশেষ ১৯৯৮ সালে পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। মাঝখানে প্রায় দুই যুগ বাবর আজমদের দেশে যায়নি অসিরা। আগামী মার্চে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে আবার পাকিস্তান সফরে যাবেন ওয়ার্নার-স্মিথরা। এই সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান।
ঘরের মঠে এই সিরিজের দলে নেই তেমন কোনো চমক। আবিদ আলীর জায়গায় দলে ফিরেছেন শান মাসুদ। গত বছর ডিসেম্বরে আবিদের হৃদযন্ত্রে জটিলতা ধরা পড়ে। তাই দলের বাইরে আছেন তিনি।
ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, প্রথম টেস্ট শুরু হবে ৪ মার্চ থেকে। ১২ মার্চ থেকে করাচিতে দ্বিতীয় টেস্ট এবং ২১ মার্চ লাহোরে শুরু হবে তৃতীয় টেস্ট।
এদিকে প্রধান কোচ হিসেবে সাকলায়েন মুশতাক আরো এক বছর দায়িত্ব পালন করবেন। আর পেস বোলিং কোচ থাকছেন অস্ট্রেলিয়ার শন টেইট ও ব্যাটিং কোচ থাকবেন মোহাম্মদ ইউসুফ।
পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আবদুল্লাহ শফিক, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলী, ইমাম-উল-হক, মোহাম্মদ নাওয়াজ, নোমান আলী, সাজিদ খান, সৌদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ ও জাহিদ মাহমুদ।