সিরিজে ফেরার ম্যাচে আনপ্রেডিক্টেবল পাকিস্তানের দুর্দান্ত জয়

প্রথম দুই টি-টোয়েন্টিতে পাকিস্তানের দলীয় সংগ্রহ ছিল ৯১ ও ১৩৫ রান। দুটিতেই নিউজিল্যান্ড জিতেছে হেসেখেলে। ৫ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আজ শুক্রবার (২২ মার্চ) ম্যাচটি ছিল পাকিস্তানের জন্য সিরিজ রক্ষার। কিউইদের সামনে সুযোগ ছিল ২ ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেওয়ার।
এমন ম্যাচে আনপ্রেডিক্টেবল পাকিস্তান করে দেখালেন ঠিক সেটিই, যা তারা সবসময় করেন। অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের দেওয়া ২০৫ রানের লক্ষ্য পাকিস্তান টপকে গেছে ৪ ওভার ও ৯ উইকেট হাতে রেখে। আগে ব্যাট করে ১৯.৫ ওভারে ২০৪ রানে অলআউট হয় কিউইরা। জবাবে ১৬ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে পাকিস্তান তোলে ২০৭ রান।
পাকিস্তানি ওপেনার হাসান নাওয়াজ আগের ২ ম্যাচেই সাজঘরে ফিরেছিলেন শূন্য রানে। সেই তিনিই কি না খেললেন অতিমানবীয় ইনিংস। ৪৫ বলে ১০টি চার ও ৭টি ছক্কায় অপরাজিত থাকেন ১০৫ রানে। স্ট্রাইক রেট ২৩৩.৩৩। আরেক ওপেনার মোহাম্মদ হারিস ২০ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় করেন ৪১ রান।
মাত্র ৫.৫ ওভারে ৭৪ রানের উদ্বোধনী জুটি গড়ে পাকিস্তান। জ্যাকব ডাফির বলে হারিস বিদায় নিলেও অধিনায়ক আগা সালমান সঙ্গ দেন নাওয়াজকে। ৩১ বলে ৬টি চার ও ২টি ছক্কায় সালমান অপরাজিত থাকেন ৫১ রানে। দ্বিতীয় উইকেট জুটিতে পাকিস্তান তোলে অবিচ্ছিন্ন ১৩৩ রান।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা কিউইদের পক্ষে সর্বোচ্চ ৯৪ রান আসে মার্ক চ্যাপম্যানের ব্যাট থেকে। ৪৪ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় ইনিংস সাজান চ্যাপম্যান। তবে, নাওয়াজের দুরন্ত সেঞ্চুরির কাছে দিনশেষে ম্লান হয়েছে চ্যাপম্যানের ব্যাটিং।