সাকিবদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ম্যাকডারমট
ফিল্ডিং বিভাগে একের পর এক কোচ নিয়োগ করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবুও এই বিভাগ নিয়েই হতাশায় পড়তে হচ্ছে বাংলাদেশকে। সদ্য শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও বাংলাদেশকে ভুগিয়েছে ফিল্ডিং। মূলত ক্যাচ মিসের খেসারত দিতে গিয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ হাতছাড়া হয়েছে লাল-সবুজের দলের।
ফিল্ডিং নিয়ে সমস্যা থেকে বের হতে এবার শেন ম্যাকডারমটকে নিয়োগ দিয়েছে বিসিবি। বাংলাদেশ দলে নিয়োগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অস্ট্রেলিয়ান কোচ।
এক ভিডিও বার্তায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করে ম্যাকডারমট বলেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত হয়ে জানাচ্ছি যে আমি বাংলাদেশ জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ।’
ম্যাকডারমটের সঙ্গে আগামী বছরের নভেম্বর পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। বাংলাদেশে আগেও কাজ করে গেছেন ম্যাকডারমট। এর আগে ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত বাংলাদেশে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান কোচ, জাতীয় দলের ফিল্ডিং কোচ, হাই পারফরম্যান্স ইউনিটের ট্রেনার হিসেবে কাজ করেছিলেন তিনি।
দ্বিতীয়বার বাংলাদেশে আসার উচ্ছ্বাস নিয়ে ম্যাকডারমট বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আবার আমি কাজ করব এটা ভাবতেই দারুণ লাগছে। ২০০৬ ও ২০০৮ সালে একাডেমিতে যাদের সঙ্গে কাজ করেছি, 'এ' দল ও জাতীয় দলের অনেকের সঙ্গে যেমন সাকিব, মুশফিক, তামিম, মাহমুদউল্লাহসহ অনেকের সঙ্গে কাজ করেছি। আবার কাজ করব ভেবে ভালো লাগছে। এ ছাড়া দারুণ এক কোচিং স্টাফের অংশ হয়ে ফেরাটাও দারুণ। রাসেল ডোমিঙ্গো, জেমি সিডন্স, অ্যালান ডোনাল্ড আছেন।’
ম্যাকডারমট নিজের প্রত্যাশা নিয়ে বলেন, ‘আমি মনে করি, এমন এক দল ও কোচিং গ্রুপ তৈরিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দারুণ কাজ করেছে। যারা কি না অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ভারতে ২০২৩ বিশ্বকাপে দারুণ কিছু করতে পারবে। আশা করি, আমি এটা নিশ্চিত করব যে ফিল্ডিং ইউনিট হিসেবে দল সবসময় সেরা প্রচেষ্টা করবে। আমরা জানি, ফিল্ডিং অনেক সময় জয় বা পরাজয়ের কারণ হয়। আমি চেষ্টা করব যেন দল বেশি ম্যাচে জয় পায়। সবার সঙ্গে দ্রুত দেখা করতে মুখিয়ে আমি।'
ফিল্ডিং নিয়ে বাংলাদেশের হতাশা বহুদিনের। ফিল্ডিংয়ে ব্যর্থতার কারণে রায়ান কুকের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায়নি বিসিবি। এরপর দুটি সিরিজে ফিল্ডিং কোচের ভূমিকা পালন করেন মিজানুর রহমান বাবুল। আর, সবশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে এ বিভাগের দায়িত্বে ছিলেন রাজিন সালেহ। এবার নিয়োগ পেলেন ম্যাকডারমট।