শেখ হাসিনা স্টেডিয়ামের দরপত্র বাতিল
ঢাকার পূর্বাচলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজের দরপত্র গ্রহণ প্রক্রিয়া বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল (৩০ আগস্ট) শুক্রবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। তবে, এর ২৪ ঘণ্টা আগেই ১২তম বিসিবির বোর্ড মিটিংয়ে দরপত্র বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
শুধু তাই নয়, আরও একটি নতুন সিদ্ধান্ত নিয়েছেন নয়া বিসিবিপ্রধান ফারুক আহমেদ। দরপত্র বাতিলের পাশাপাশি একটি স্বাধীন অডিট ফার্ম নিয়োগের নিয়েছে তার বোর্ড। আজ বৃহস্পতিবার বিসিবির সভা শেষে খবরটি নিশ্চিত করেছেন ফারুক আহমেদ।
সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেছেন, ‘পূর্বাচলে যে স্টেডিয়াম হওয়ার কথা তার টেন্ডার প্রসেসের শেষ দিন ছিল কালকে। এটি আমরা সর্বসম্মতিক্রমে বাতিল করেছি।’
ফারুক আহমেদ আরও বলেছেন, ‘বাতিল হয়েছে কারণ, আপনারা জানেন এত বড় প্রকল্পের জন্য মন্ত্রণালয়ের একটা ব্যাপার থাকে। ওখান থেকে আমরা খুব বেশি হ্যাঁ বা না, কোনোটিই পাইনি। আর যেহেতু সময় নেই, আগামীকালই শেষ দিন, এজন্য আমাদের এটা করতে হতো (বাতিল)। যদি পরিস্থিতির উন্নতি হয়, যদি আমরা মনে করি, রিভাইজ করে কিছু করা যায় কি না, তাহলে আমরা চেষ্টা করব নতুন করে কিছু করার জন্য।’
এই প্রকল্পটি দেখতে আগামী শনিবার পূর্বাচলে যাচ্ছেন বিসিবিপ্রধান। তিনি বলেছেন, ‘এই মাঠ আমরা সবাই মিলে দেখতে যাচ্ছি। কারণ যে টাকাটা খরচ হয়েছে তার শতভাগ তো পাওয়া যাবে না, কারণ প্রকল্প অনেক বড় ছিল। ওখান থেকে আমরা ছোট করে যতটাকা খরচ হয়েছে, কিছু যদি আমরা রিকভারি করতে সেই চেষ্টা করব। ধরুন, খেলার দুটো মাঠ যদি আমরা করতে পারি মূল নকশা ঠিক করে, সেই চেষ্টা করব। কনসালটেন্সি ফার্মকে কিছু টাকা যে দেওয়া হয়েছে, ওখান থেকে যাতে আমরা কিছু রিটার্ন পাই সেই চেষ্টা করব।’
দরপত্র বাতিলের পাশাপাশি স্টেডিয়ামটির নাম পরিবর্তন হবে। সেই সঙ্গে নৌকার আদলে হওয়া নকশাতেও আসবে পরিবর্তন।
এদিকে সাবেক বিসিবি সভাপতির দায়িত্বে ছিলেন নাজমুল হাসান পাপনের সময়ে যত দুর্নীতি হয়েছে তার তদন্তের জন্য অডিট ফার্ম নিয়োগ দেওয়া হচ্ছে। নতুন সভাপতি বলেছেন, ‘আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট অডিট ফার্ম খুব শিগগিরই দেব (নিয়োগ)। শীর্ষ চার ফার্মের মধ্যে একটি, তারা অডিট করবে।’