সাকিবের মতো হতে বড় স্বপ্ন বুনছেন মিরাজ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/03/15/miraz-sakib.jpg)
বাংলাদেশের ক্রিকেটে আগামীর বড় তারকা ভাবা হয় মেহেদী হাসান মিরাজকে। বয়সভিত্তিক দল থেকেই নিজের প্রতিভার ঝলক দেখিয়ে আসছেন তিনি। ২০১৬ সালে অভিষেকের পর থেকে জাতীয় দলেও রাখছেন অবদান। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারানো ঐতিহাসিক সিরিজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মিরাজ।
অনেকের মতে, সাকিব আল হাসান পরবর্তী যুগে বাংলাদেশের সেরা অলরাউন্ডার হবেন মিরাজ। সাকিবের পর আপনিই হবেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার, আপনি কি তা বিশ্বাস করেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিরাজের সহজ জবাব, ‘বিশ্বাস না করলে তো হতে পারবো না।’
সাকিবকে নিয়ে মিরাজ বলেন, ‘সাকিব ভাই বিশ্বের সেরা অলরাউন্ডার। তাকে দেখে আমরা অনুপ্রাণিত হই। তার মতো একজন বিশ্বমানের খেলোয়াড়কে দেখে আমরাও এমন হওয়ার স্বপ্ন দেখি। দিনশেষে দলে যত বেশি অলরাউন্ডার থাকবে, ততই ভালো।’
সাকিবের বিজয়ী মনোভাব দলের মধ্যে বেশ ভালোভাবে ছড়িয়ে পড়েছে, তার প্রমাণ মিলেছে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে। দলগত পারফরম্যান্সের সমন্বয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ইংলিশদের নিয়ে করা পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগাতেই বাজিমাত করেছে বাংলাদেশ এমনটাই মনে করেন মিরাজ। ‘ইংল্যান্ডকে নিয়ে দলের নির্দিষ্ট পরিকল্পনা ছিল। সবাই যার যার জায়গা থেকে সেরাটা দিয়েছেন। যখনই সুযোগ পেয়েছে ভূমিকা রেখেছে। এ কারণে আমরা সফল হতে পেরেছি।’
তৃতীয় টি-টোয়েন্টিতে মিরাজের একটি রানআউটে ঘুরে যায় ম্যাচের মোড়। সেই রানআউট নিয়ে উচ্ছ্বসিত মিরাজ জানালেন, ‘রানআউটটি করতে পেরে সারা দিন খুব ভালো লেগেছে। মুস্তাফিজের উইকেট আর আমার ওই থ্রোতে আমরা ব্রেক থ্রু পাই।’
স্বপ্নীল এক সিরিজ শেষ করল বাংলাদেশ। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে নতুন সিরিজে মাঠে নামার অপেক্ষা। খেলার মধ্যে আছে বাংলাদেশ, ভালো করবে আইরিশদের বিপক্ষে-বিশ্বাস মিরাজের।