সাত বছর পর লা লিগা জিতল অ্যাথলেটিকো মাদ্রিদ

শেষ পর্যায়ে এসে শিরোপা জয়ের দাবিদার ছিল দুই দল, অ্যাথলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিকো মুখোমুখি হয়েছিল রিয়াল ভায়াদলিদের। আর রিয়াল মাদ্রিদ লড়াইয়ে নামে ভিয়ারিয়ালের বিপক্ষে।
এই ম্যাচে রিয়াল জিতেছে ঠিক, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। অ্যাথলেটিকো মাদ্রিদ দারুণ জয়ে শিরোপার উল্লাস করে।
মজার বিষয় এদিন রিয়াল ও অ্যাথলেটিকো দুই দলই ২-১ গোলে জিতেছে।
দিয়েগো সিমিয়নের দলের শিরোপা জয়ে মূল অবদান রাখেন লুইস সুয়ারেজ। ৬৭ মিনিটে ম্যাচের জয়সূচক গোলটি করে তিনিই। তার আগে ৫৭ মিনিটে কোরেয়ার অবশ্য ১৮ মিনিটে অস্কার করা গোল করে এগিয়ে গিয়েছিল ভায়াদলিদ।
পুরো মৌসুমেই সুয়ারেজ দারুণ ফুটবল খেলেছেন। মোট ২১টি গোল করেন এবারের লা লিগায়। টুর্নামেন্ট সবচেয়ে বেশি ৩০টি গোল করেন মেসি।
অ্যাথলেটিকো এই নিয়ে মোট ১১ বার লা লিগার শিরোপা জিতেছে। ২০১৩-১৪ মৌসুমের পর শিরোপা জেতে দলটি।
৩৮ ম্যাচে অ্যাথলেটিকোর সংগ্রহ ৮৬ পয়েন্ট। ৮৪ পয়েন্ট নিয়ে লিগে রানার্সআপ হয়েছে রিয়াল। ৭৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থেকে লিগ শেষ করে বার্সেলোনা।