শিরোপার সুবাস পাচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ

প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থাকা দল। এই দলের বিপক্ষে জিততে খুব একটা বেগ পেতে হয়নি অ্যাথলেটিকো মাদ্রিদের। লা লিগার এই ম্যাচে অ্যাথলেটিকো জিতেছে ২-১ গোলে।
এই জয়ের সুবাদে পয়েন্ট তালিকায় শীর্ষেই রয়েছে অ্যাথলেটিকো। কোনো অঘটন না ঘটলে তারা শিরোপা জিততে যাচ্ছে সেটা বলাই যায়।
৩৬ ম্যাচে ৮০ পয়েন্ট অ্যাথলেটিকোর। সমান ম্যাচ খেলে বার্সেলোনার সংগ্রহ ৭৬ পয়েন্ট। ৩৫ ম্যাচ রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭৫ পয়েন্ট।
গতকালের ম্যাচে অ্যাথলেটিকো শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যায় তারা। ম্যাচের ১৬ মিনিটে মার্কোস ইয়োরেন্তের পাসে বল পেয়ে নিচু শটে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার কারাসকো।
অল্প কিছুক্ষণের মধ্যে ব্যবধান দ্বিগুণ করে অ্যাথলেটিকো। ২৮ মিনিটে লুইস সুয়ারেজের বাড়িয়ে দেওয়া বলে আর্জেন্টাইন ফরোয়ার্ড কোররেয়া করেন দলটির পক্ষে দ্বিতীয় গোল।
এই ব্যবধান বেশ কিছুক্ষণ ধরেও রেখেছিল অ্যাথলেটিকো। ৮৩ মিনিটে মিডফিল্ডার ইগোর সুবেলদিয়ার গোলে সোসিয়েদাদ ব্যবধান কমিয়েছে ঠিক, কিন্তু পারেনি ম্যাচে ফিরতে। তাই হেরেই মাঠ ছাড়তে হয় তাদের।
আগামী রোববার আথলেটিকোর শিরোপা জয়টা নিশ্চিত হয়ে যেতে পারে। সেদিন তারা নিজেদের মাঠে ওসাসুনার মুখোমুখি হবে। আগামীকাল রাতে গ্রানাডার বিপক্ষে রিয়াল পয়েন্ট হারালে, রোববার অ্যাথলেটিকো জিতলেই সাত বছর পর শিরোপা পুনরুদ্ধার করবে তারা। আর রিয়াল কাল রাতে জিতলে অ্যাথলেটিকোর শিরোপার উল্লাস করতে অপেক্ষা করতে হবে।