সাড়া জাগানো উমরানকে নিয়ে দ্রাবিড়ের বার্তা
সদ্য শেষ হওয়া আইপিএলে গতি দিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন উমরান মালিক। আইপিএল মাতানো উমরানকে এবার ভারতের জাতীয় দলের জার্সিতে দেখতে মুখিয়ে আছে ক্রিকেট ভক্তরা। তবে ভক্তদের উত্তেজনায় জল ঢাললেন দেশটির কোচ রাহুল দ্রাবিড়। উমরানকে আরো পরখ করে নেওয়ার ইঙ্গিত দিলেন ভারতের সাবেক এই তারকা। অর্থাৎ এখনই ভারতের একাদশে জায়গা মিলছে না উমরানের।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছেন গতি দিয়ে ঝড় তোলা উমরান। তবে স্কোয়াডে ডাক পেলেও এখনই যে মূল একাদশে জায়গা পাচ্ছেন সেটার আভাসই মিলল দ্রাবিড়ের কথায়।
উমরানকে নিয়ে দ্রাবিড় বলেন, ‘আমি নেটে উমরানকে দেখছি,কালকেও দেখেছি। গতি ওর আছে বটে। বয়স কম এখনও,প্রতিনিয়ত শিখছে। আরও ভালো হয়ে উঠছে এবং উন্নতি করছে ক্রমাগত। যত বেশি খেলবে,তত বেশি ওর উন্নতি হবে। আমাদের দিক থেকে,অবশ্যই ওর মতো একজনকে পেয়ে আমরা খুশি। তবে ওকে দেখতে হবে,খেলার সুযোগ ওকে কতটা দিতে পারি আমরা। বাস্তবতাও বুঝতে হবে আমাদের, কারণ স্কোয়াড অনেক বড়। সবাইকে তো একাদশে জায়গা দেওয়া সম্ভব নয়।’
দ্রাবিড় আরো বলেন, ‘আমি এমন একজন,যে কিনা সবসময়ই ধারাবাহিকতা চাই (একাদশ নির্বাচনে)। যাদেরকে নেব,তাদেরকে সময় দিতে চাই এবং নিজের জায়গায় থিতু হওয়ার সুযোগ দিতে চাই। এটা তাই একটা বড় প্রশ্ন বটে যে উমরান ও আর্শদিপের মতো তরুণদের খেলার সুযোগ কতটা দিতে পারব।’
এবারের আইপিএলে ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করে ক্রিকেটপ্রেমীদের নজরে এসেছেন উমরান। আইপিএলে ১৪ ম্যাচ খেলে সবগুলোতেই তিনি দ্রুততম বোলার পুরস্কার পেয়েছেন। এ ছাড়া পুরো আসরে ২২টি উইকেট নিয়ে এবারের আসরের উদীয়মান ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছেন কাশ্মীরের এই তরুণ বোলার।