সিডনি টেস্টের মাঝপথে হাসপাতালে বুমরাহ
বর্ডার-গাভাস্কার ট্রফিতে রীতিমতো উড়ছিলেন জাসপ্রিত বুমরাহ। এ বারের বর্ডার-গাভাস্কার ট্রফিতে তিনিই ভারতের সফলতম বোলার। প্রতিপক্ষকে কাঁপিয়ে দেওয়া ভারতীয় তারকা নিজেই এবার থামলেন চোটের কারণে। সিডনি টেস্টের মাঝপথে চোট পেয়ে হাসপাতালে যেতে হলো এই টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়া বুমরাহ।
টেস্টের দ্বিতীয় দিন খেলার মাঝেই মাঠ থেকে হাসপাতালে নিয়ে যেতে হলো বুমরাহকে। সেখানে স্ক্যান করানো হয়েছে তার। তাঁর অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিলেন বিরাট কোহলি। মধ্যাহ্নভোজের বিরতির পর এক ওভার বল করেই মাঠ ছাড়তে হয় বুমরাহকে।
https://twitter.com/i/status/1875380898561974447
বুমরাহ কোথায় এবং কী ভাবে চোট পেয়েছেন, তা জানা যায়নি। ভারতীয় শিবিরের পক্ষ থেকে কিছু জানা যায়নি। হাসপাতালে যাওয়ার সময় সাজঘরের সিঁড়ি দিয়ে স্বাভাবিক ভাবেই নামতে দেখা গিয়েছে তাঁকে। নিজেই হেঁটে গিয়ে গাড়িতে ওঠেন। যদিও মনে করা হচ্ছে, সম্ভবত গুরুতর কোনও সমস্যা হয়েছে তাঁর। না হলে খেলার মাঝখানে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হত না। তাঁকে মাঠ ছাড়তে হওয়ায় নেতৃত্বের দায়িত্ব নিতে হয়েছে কোহলিকে।
বুমরাহ মাঠ ছাড়ার সময় অস্ট্রেলিয়ার রান ছিল ৩১ ওভারে ৫ উইকেটে ১১১। পরের ২০ ওভারে আর ৭০ রান যোগ করে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করে দেন ভারতীয় বোলাররা। প্রথম ইনিংসে ১৮৫ রানের পুঁজি নিয়েও ৪ রানের লিড পায় ভারত।