সেমিফাইনালে ওসাকার সামনে সেরেনা
আগের ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই করে কোয়ার্টার ফাইনালে পা রাখেন জাপানি তারকা নাওমি ওসাকা। তবে কোয়ার্টার ফাইনালে তিনি প্রতিপক্ষকে একেবারে উড়িয়ে দিয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেনে জাপানি তারকা ওসাকা সু -ওয়েই- সিকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়েছেন।
সহজ জয়ের মধ্যে দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন বিশ্বের তিন নম্বর টেনিস তারকা ওসাকা। সু ওয়েইকে স্ট্রেট সেটে হারাতে ওসাকা সময় নিয়েছেন মাত্র ৬৬ মিনিট। এই লড়াইয়ে কোয়ার্টার ম্যাচের ফলাফল ওসাকার পক্ষে ৬-২, ৬-২।
সেমিফাইনালে ওসাকার প্রতিপক্ষ সেরেনা উইলিয়ামস। কোয়ার্টার ফাইনালে জেতার পর ওসাকা বলেন, ‘আগেরদিনের মতো নার্ভাস ছিলাম না। ভীষণ শান্ত ছিলাম। যেভাবে খেলেছি তাতে আমি খুশি।'
চাইনিজ তাইপের সু ওয়েই একজন খ্যাতনামা ডাবলস প্লেয়ার। তাঁর চেয়ে অনেকটাই জুনিয়র ওসাকার কাছে হার স্বীকার করতে বাধ্য হলেন। এদিনের ম্যাচে সু ওয়েইয়ের বেশ কয়েকটা সার্ভিসে সমস্যায় পড়তে হয় ওসাকাকে। আর কোনো প্রতিরোধ তিনি গড়ে তুলতে পারেননি।