সৌরভকে মুগ্ধ করেছে ওমরান মালিকের নজরকাড়া বোলিং
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলেছে। আসরে দারুণ কিছু পারফরম্যান্স দেখিয়েছেন তরুণ ক্রিকেটাররা। রাজস্থান রয়্যালস ব্যাটার জস বাটলার এরই মধ্যে তিনটি সেঞ্চুরি করেছেন। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুলও ব্যাট হাতে ভালো ফর্মে। কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল এখন পর্যন্ত শীর্ষ দুই উইকেট শিকারি। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী এক তরুণ পেসারকে এখন পর্যন্ত আসরের সেরা নতুন মুখ হিসেবে দেখছেন।
এনডিটিভির খবরে জানা গেছে, সানরাইজার্স হায়দরাবাদের পেসার ওমরান মালিককে প্রশংসায় ভাসালেন সৌরভ। জম্মু কাশ্মীরের এই পেসার ধারাবাহিকভাবে ১৫০ কিলোমিটারের ওপর গতিতে বল করতে পারেন।
এ ব্যাপারে সৌরভ বলেন, ‘এটা খুবই আকর্ষণীয়, আমি আইপিএল দেখছি। যেকোনো দলই জিততে পারে এবং সবাই ভালো খেলছে। দুটি নতুন দল গুজরাট টাইটানস এবং লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ভালো করছে। ওমরান মালিকের বোলিং নজরকাড়া। উমেশ যাদব ও খলিল আহমেদ ভালো বল করেছে। আমি বলব ওমরান মালিক এখন পর্যন্ত টুর্নামেন্টের অন্যতম সেরা মুখ।’
চলমান মৌসুমে ওমরান এখন পর্যন্ত ১৫ উইকেট নিয়েছেন। গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচে উমরান ২৫ রান খরচায় পাঁচ উইকেট নেন। এর আগে এনডিটিভির সঙ্গে এক সাক্ষাত্কারে নিজের গতি সম্পর্কে ওমরান বলেন, ‘আমার বোলিংয়ে এই গতি স্বাভাবিকভাবেই আসে। আমি সবসময় সঠিক জায়গায় বল ফেলার চেষ্টা করছি। আমি দেশকে গর্বিত করতে চাই। আমি শুধু ভালো পারফর্ম করতে চাই।’