স্বর্ণ জিতিয়ে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে আলভেস
কদিন আগেই টোকিও অলিম্পিকে ব্রাজিলকে স্বর্ণ উপহার দিয়েছেন দানি আলভেস। তাঁর নেতৃত্বেই অলিম্পিকে স্বর্ণ ধরে রাখতে পেরেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
অলিম্পিকে ভালো করার সুবাদে আলভেসকে নিয়েই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছে ব্রাজিল। নতুনদের ফেরায় জায়গা হারিয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র, এমারসন, ফেলিপে ও রেনান লোদি।
বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসের তিনটি ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। দলে নতুন ডাক পেয়েছেন তিন জন। তাঁরা হলেন—জেনিত সেন্ট পিটার্সবুর্গের ক্লাওদিনিয়ো, বেনফিকার লুকাস ভেরিসিমো ও লিডস ইউনাইটেডের রাফিনিয়া। টোকিও অলিম্পিকে খেলা মোট ছয় জনকে এই দলে সুযোগ করে দিয়েছেন ব্রাজিল কোচ।
আগামী ২ সেপ্টেম্বর চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার পর মাঠে ফিরবে ব্রাজিল। এর তিন দিন বাদেই মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার। যাদের বিপক্ষে কদিন আগে কোপার ফাইনালে হেরে শিরোপা হারিয়েছে ব্রাজিল। আর্জেন্টিনার পর আগামী ৯ সেপ্টেম্বর পেরুর মুখোমুখি হবে তিতের দল।
ব্রাজিল দল
গোলরক্ষক : অ্যালিসন (লিভারপুল), ওয়েভেরতন (পালমেইরাস), এদেরসন (ম্যানচেস্টার সিটি)।
ডিফেন্ডার : দানি আলভেস (সাও পাওলো), দানিলো (জুভেন্টাস), গিলেরমো আরানা (অ্যাথলেতিকো মিনেইরো), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা), মার্কিনিয়োস (পিএসজি), চিয়াগো সিলভা (চেলসি)
মিডফিল্ডার : কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিয়ো (লিভারপুল), ফ্রেদ (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রুনো গিমারায়েস (অলিম্পিক লিওঁ), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), ক্লাওদিনিয়ো (জেনিত সেন্ট পিটার্সবুর্গ), এভেরতন রিবেইরো (ফ্লামেঙ্গো)
ফরোয়ার্ড : নেইমার (পিএসজি), রিশার্লিসন (এভারটন), রাফিনিয়া (লিডস ইউনাইটেড), মাথেউস কুইয়া (হের্টা বার্লিন), রবের্তো ফিরমিনো (লিভারপুল), গাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি)।