স্বামীর জন্মদিনে সানিয়া মির্জার আবেগঘন পোস্ট
ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার স্বামী শোয়েব মালিকের জন্মদিনে দারুণ ভাবে শুভেচ্ছা জানিয়েছেন। পাকিস্তানি ক্রিকেটার শোয়েবের জন্মদিন আজ ১ ফেব্রুয়ারি। শোয়েবের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ভারতীয় টেনিস তারকা।
ইনস্টাগ্রামে একটি পোস্ট করে শোয়েবের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সানিয়া মির্জা লিখেছেন, ‘এই ব্যক্তিকে জন্মদিনের শুভেচ্ছা, যার সঙ্গে আমি বাঁচতে পারি না, যাকে ছাড়া আমি বাঁচতেও পারি না। সামনের বছর, মাস, দিনে সেরা সময়টা কাটাও। তুমি অনুশীলন থেকে ফিরে এলেও এটা বলতে পারতাম, কিন্তু যেরকম বলে না, আজ জন্মদিন আর শুভেচ্ছা না জানালে সেটা পূর্ণ নয়। ঠিক আছে। তোমাকে ভালোবাসি। বাই।’
সানিয়া ও শোয়েব ২০১০ সালের ১২ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের সন্তান ইজহান মির্জা-মালিক ২০১৮ জন্মগ্রহণ করে।
এদিকে কিছুদিন আগে করোনা থেকে মুক্তি পেয়েছেন সানিয়া। পরে তিনি সামাজিক দায়বদ্ধতার কথা ভেবে সবাইকে সচেতন করতে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সানিয়া লিখেছিলেন, ‘করোনায় আক্রান্ত হয়েছিলাম আমিও। এখন আমি পুরোপুরি সুস্থ। মারাত্মক কোনো উপসর্গ দেখা যায়নি। আইসোলেশনে ছিলাম। দুই বছরের ছেলে এবং পরিবারের থেকে আলাদা ছিলাম। সবচেয়ে কঠিন সময়ের মধ্যদিয়ে গেছি তখন।’
সবাইকে মাস্ক পরে থাকার পরামর্শ দিয়ে ভারতীয় টেনিস তারকা আরো বলেন, ‘ডাক্তারের পরামর্শ মানুন। মাস্ক পরুন এবং স্যানিটাইজার নিয়মমাফিক ব্যবহার করুন।’