হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক সাঈদকে অব্যাহতি
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মমিনুল হক সাঈদকে। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন হকি ফেডারেশনের সহসভাপতি সাজেদ এ এ আদেল।
দীর্ঘদিন অনুপস্থিত থাকায় ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় সাঈদকে।
এ ব্যাপারে হকি ফেডারেশনের সহসভাপতি সাজেদ এ এ আদেল বলেন, ‘গতকাল রোববার ফেডাশনের সভাপতি পাঁচজন সহসভাপতির সঙ্গে আলোচনায় বসেছিলেন। মমিনুল হক সাঈদ দীর্ঘদিন ফেডারেশনের সভায় অনুপস্থিত। দীর্ঘদিন অনুপস্থিত থাকায় গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়।’