হলান্ড জেতালেন ম্যান সিটিকে
প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। ম্যানচেস্টার সিটির বিপক্ষে সামর্থ্যের বিচারে অনেকটাই পিছিয়ে তারা। অথচ এই দলটিই কি না নাড়িয়ে দিয়েছে ইংলিশ ক্লাবটিকে। ম্যান সিটি ২-১ গোলে ম্যাচ জিতেছে ঠিক, কিন্তু বেশ বেগ পেতে হয়েছে তাদের।
আর্লিং হলান্ডের চোখ ধাঁধানো গোলেই শেষ পর্যন্ত জয়ের উল্লাস করে ম্যান সিটি। নিজেদের মাঠে প্রথমার্ধে খুব একটা ভালো কাটেনি ম্যানচেস্টার সিটির। দ্বিতীয়র্ধের শুরুতেও পিছিয়ে পড়ে তারা। ম্যাচের ৫৬ মিনিটে মার্কো রিউসের ক্রসে হেডে গোল করেন ডর্টমুন্ডের জুড বেলিংহ্যাম। ম্যান সিটি গোলরক্ষক এডারসন নিখুঁত হেড ঠেকাতে পারেননি।
নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে কেভিন ডি ব্রুইনের পাসে বল পেয়ে হঠাৎই জোরাল শট নেন স্টোনস। তাঁর নেওয়া বুলেট শট ডর্টমুন্ড গোলরক্ষক কিছু বুঝে ওঠার আগেই বল জালে জড়ায়।
এই গোলে কিছুটা স্বস্তি ফিরে ম্যান সিটি শিবিরে। ৪ মিনিটের ব্যবধানে আরেকটি গোল আদায় করে নেয় তারা। জোয়াও ক্যানসেলোর ক্রস থেকে বল পেয়ে হলান্ড চলতি বলে চমৎকার ভলিতে গোল করেন। ম্যাচে জয়সূচক গোলটি আসে হালান্ডের পা থেকেই।
চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে ২১ ম্যাচে অপরাজিত থকল ম্যান সিটি। এর মধ্যে জয় ১৯ ম্যাচে। দুটি ড্র।