হাসপাতাল ছাড়লেন সৌরভ গাঙ্গুলী
বুকে ব্যথা নিয়ে গত বুধবার হাসাপাতালে ভর্তি হন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। এরপর বৃহস্পতিবার তাঁর হৃৎপিণ্ডে আরো দুটি স্টেন্ট বসানো হয়েছে। স্টেন্ট বসানোর পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন তিনি। সুস্থ হয়ে আজ রোববার হাসপাতাল থেকে ছাড়া পেলেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, আজ সকাল ১০টা ৪০ মিনিটে হাসপাতাল ছাড়েন সৌরভ। হাসপাতাল থেকে নিজের গাড়িতে করেই বাড়ি ফেরেন তিনি। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন সম্পূর্ণ সুস্থ আছেন বিসিসিআই সভাপতি।
এর আগে গত ৩ জানুয়ারি অসুস্থ হয়ে পড়েছিলেন বিসিসিআই সভাপতি। তিনি হৃদরোগে আক্রান্ত বলে জানান চিকিৎসকেরা। তাঁর বুকে দুটি স্টেন্ট বসানো হয়। তারপর ৭ জানুয়ারি সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। এরপর গত বুধবার ফের বুকে ব্যথা হওয়ায় হাসপাতালে ভর্তি হন তিনি।
দ্বিতীয় দফায় হাসপাতালে ভর্তির প্রথমে জানা গিয়েছিল, সৌরভের একটি স্টেন্ট বসানো হবে। কিন্তু দুটি স্টেন্টই বসানো হয়। প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠি এবং অশ্বিন মেহতার তত্ত্বাবধানে স্টেন্ট বসানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সৌরভের ব্যাপারে আফতাব জানান, আপাতত সুস্থ আছেন সৌরভ। তবে বিশ্রামে থাকতে বলা হয়েছে তাঁকে।
এর আগে সৌরভের অন্যতম চিকিৎসক সপ্তর্ষি বসু বলেন, ‘সৌরভের শারীরিক অবস্থা বেশ ভালো। গত কয়েক বছর সৌরভ পরিমিত খাওয়া-দাওয়া করেন। প্রতিদিন নিয়মিত জিম করেন। তার পরও এ রকম হওয়াটা দুর্ভাগ্যজনক। অবশ্য এখন চিন্তার কোনো কারণ নেই। কয়েক দিন বিশ্রামের পরই উনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।’