২০২৩ সালের বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছেন না ইমরুল
২০২৩ সালে ভারতে বসবে ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ওয়ানডে বিশ্বকাপ। ৫০ ওভারের এই মেগা টুর্নামেন্টে ইমরুল কায়েসকে নিয়ে ভাবনা আছে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের। তবে ইমরুল নিজে এখনই এসব নিয়ে ভাবছেন না। আপাতত চলতি বছর ভালো পারফর্ম করে যেতে চান লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা ইমরুল কায়েস।
সিলেটে ইন্ডিপেন্ডেন্স কাপের লিগ পর্বের শেষ ম্যাচের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন ইমরুল। তিনি বলেন, ‘তেইশের বিশ্বকাপ নিয়ে তামিম যেটা বলেছে, আমার মনে হয় এটা টিম ম্যানেজমেন্টের বিষয়। এটা আমার চিন্তার কোনো বিষয় না। তেইশ আসতে অনেক দূর বাকি এখনো। এখন বাইশ চলছে, এটা আগে ভালো কাটুক তারপর এটা (তেইশের বিশ্বকাপ) দেখা যাবে।’
জাতীয় দলে তামিমের সঙ্গে ওপেন করতেন ইমরুল। এবার ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়েও দুজনই ওপেনিংয়ে। ব্যাপারটি উপভোগ করছেন ইমরুল।
এ ব্যাপারে ইমরুল বলেন, ‘ভালো লাগছিল তামিমের সঙ্গে ব্যাটিং করে। আমার মনে হয় তামিমের সঙ্গে ব্যাটিং করলে, তার সঙ্গে ওপেনিং করার সময়টা আমি অনুভব করি, ভালো লাগে। আর টিমের প্রয়োজনে যেভাবে খেলা প্রয়োজন ছিল আমি তামিম সেভাবে খেলার চেষ্টা করেছি।’
বাংলাদেশের এই ক্রিকেটার আরো বলেন, ‘আমরা ইসলামী ব্যাংকের হয়ে খেলছি। অনেক দিন পর ৫০ ওভারের খেলা খেলছি, উপভোগ করছিলাম। ভালো লাগছিল খেলতে। অনেক দিন ধরে লাল বলে খেলেছি। এখন এটা খেলে ভালো লাগছে।’